ফেসবুকে আমি

Bangla Poem & SMS on Facebook Join here & submit your sms, poems.

এরা সুখের লাগি চাহে প্রেম

এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না।
শুধু সুখ চলে যায়।
এমনি মায়ার ছলনা।
এরা ভুলে যায়, কারে ছেড়ে কারে চায়।
তাই কেঁদে কাটে নিশি , তাই দহে প্রাণ ,
...তাই মান অভিমান।
তাই এত হায় - হায়।
প্রেমে সুখ দুখ ভুলে তবে সুখ পায়।
সখী, চলো, গেল নিশি, স্বপন ফুরালো ,
মিছে আর কেন বলো।
শশী ঘুমের কুহক নিয়ে গেল অস্তাচল।
সখী, চলো।
প্রেমের কাহিনী গান হয়ে গেল অবসান।
এখন কেহ হাসে, কেহ বসে ফেলে অশ্রুজল।।

স্বীকারোক্তি

বাস্তবতার আঘাতে
কল্পনার গহ্বর থেকে মুক্তি মেলে অবশেষে
নিজেকে প্রশ্ন করলাম
এ কিসের অপেক্ষা প্রতিদিনের
কিসের জন্য এতো দ্বিধা
কিসের জন্য এতো মৌনতা
কিসের জন্য?

এ প্রশ্নের উত্তর
নিজের কাছে নেই আজ
তবু ও প্রতিদিনের নূতনত্বের খেলায় খেলছি
নিজের কাছে বার বার হেরে গিয়েও
পরাজয়ের নেশায়
হাসি অট্টহাসি।

হিমশীতল বাতাসের সাথে খেলছে
সাদা পেঁজা তুলার মতন তুষার কণা
শীতের এই তীব্র শীতলতার স্পর্শে
হিমায়িত আমি কাঁপছি
একটু উষ্ণতার আশায়
তবু আমি জানি
কখনই করব না আহবান
কারণ আমি শুষ্ক মরুভূমির মত;
শুধু জ্বলছি
নিজ ক্ষতের অঙ্গারের শিখায়ে।

*নন্দিতা আফ্রিন

আমার উপর আস্থা রাখো, ফেরত দেব সবি

আমার উপর আস্থা রাখো, ফেরত দেব সবি;
আমার পাশে তোলা তোমার সমুদ্রুরের ছবি।
নিয়েছি যা তার চেয়ে বেশি দেখবে দিয়েছি যা,
ফেরত দেব শুকনো রুমাল চোখের জলে ভেজা।
আমার উপর আস্থা রাখ ঠকবে না আখেরে,
...তোমারই জয় হবে দেখবে আমিই গেছি হেরে।
আমার উপর ভরসা রাখো দুশমনি করব না,
তুমি যদি ধরা না দাও তোমায় ধরব না।
যা দিয়েছ ফেরত পাবে সন্দেহ নেই তাতে,
শুধু তোমার দেয়া ভালবাসা রইবে আমার হাতে।

আমরা মহান বীর জাতি তাই

আমরা মহান বীর জাতি তাই
জাগ্রত খুব রই
রাজাকারের শাস্তি হবে
বিবৃতি হইচই।
ইউএস, ব্রিটেন 'ব্র্যাভো' পাঠায়
.........মানবতার খামে
তামাম জাহান ফেলছি খুঁড়ে
আল-বদর এক নামে
...মুক্তিসেনা পায় না খেতে
শিমুলতলী গ্রামে। (অখা)

×শুভ ভাইয়ের স্টাটাস থেকে সংগৃহীত×

কত অজানারে জানাইলে তুমি

কত অজানারে জানাইলে তুমি(ফেইসবুক)
কত মনে দিলে ঠাঁই-
দূরকে করিলে নিকট বন্ধু,
পরকে করিলে ভাই।

Salman's Dunia


একেলা রই অলসমন, নীরব এই ভবনকোণ,
ভাঙিলে দ্বার কোন্‌ সে ক্ষণ অপরাজিত ওহে॥
কানন-'পরছায়া বুলায়, ঘনায় ঘনঘটা।
গঙ্গা যেন হেসে দুলায় ধূর্জটির জটা।
যেথা যে রয় ছাড়িল পথ, ছুটালে ওই বিজয়রথ,
×রবীন্দ্রনাথ ঠাকুর

মানুষ এগিয়ে যায় অন্যসময়ে,

মানুষ এগিয়ে যায় অন্যসময়ে,
আকাশ বদলে যায় অন্য আকাশে,
দেহের বায়ু ক্রমশ ফুরিয়ে
জীবনের চাহিদা কিছু বাকি রয়ে যায়
হৃদয়ের পাখি এখনো বন্দী খাঁচায়
......জীবনের সীমা দূরে দেখা যায়
মুক্তির সিঁড়ি পেড়িয়ে
কে বা কার দেখা পায়
দাসত্বের দাস হয়ে ফিরছি বিবাগী পথিকের বেশে
বারে বারে একই ঠিকানায়।
×আর্টসেল।

সংগৃহীত শব্দাবলি,

সংগৃহীত শব্দাবলি,
অশ্রুবিজড়িত কাব্যগুলি,
বাক্য খুজে তোমার আশায়,
অন্ধ আমি পথ ভুলে যাই।
©srijan.

কাকে বিশ্বাস করতে বলে এ মন...

কাকে বিশ্বাস করতে বলে এ মন আমার? আমি তোমাকে বিশ্বাস করি সত্যের মতন, কিন্তু যখন তোমার চেহারায় এমনকি শরীরে বহন করে কোন কালীমার ছাপ, তখন আমার সমস্ত বিশ্বাস ভেঙ্গে যায়। কপালে হাত দিয়ে ভাবি আমার ভুল?নাকি মিথ্যাকে সত্য ভেবেই এক বুক জ্বালা ভরাক্লান্ত হৃদয় নিয়ে বাচা। এই বিশ্বাস আমি এখন করি দিন বদলের সাথে সাথে তোমারো হাজার অজুহাতে স্বার্থ সিদ্ধি করা আর জীবনের খরকুটো মেনে নিয়ে পথ চলা।হাজার প্রশ্ন কখন জমাট বাধে আমার মনে?

কারো প্রশংসায় আনন্দিত হলে

কারো প্রশংসায় আনন্দিত হলে নিন্দায় ও সমভাবে আনন্দিত হোন।যেখানে আপনি নিন্দিত সেখানেই আপনি নন্দিত হবেন।

Mahbub Hasan

আমি দিগন্ত শেষের আকাশে তাকাই

আমি দিগন্ত শেষের আকাশে তাকাই
শেষ বিকেলের আলোতে তাকাই
চোথ বুঁজে স্বপ্ন সাজাই
সমুদ্র শেষের টেউ-এ হারায়

...কদাচিত্‍ কোন জোছনা রাতে
আলোর বন্যায় ভেসে বেড়াই
তবুও তোমায় খুঁজে পাই না
অবেলায় আবার নিজেকে হারায়...

তোমাকে কি অনুভব করা যায়?


লেখকের নামঃ জানিনা
আপডেটেড বাইঃ রনি

হে শিশু....

হে শিশু
তুমি যখন আসো শীর্নজীর্ন কৃষানীর বুকে
মারাত্বক রোগে, এ উন্নত যুগে
তুমি যখন থাক চিকিৎসার অভাবে
অঙ্কুরে যখন ঝরে যাও তুমি ধুকে ধুকে
...তোমার ঐ অসহায় ছবে যখন ভেসে উঠে
আমার কাব্যিক চোখে
দাউ দাউ করে জ্বলতে থাকে আমার কবিতার পান্ডুলিপি
অসহ্য বেদনায়
শব্দে শব্দে গর্জন করে সারা বিশ্বব্যাপী
আমার ঝিমিয়ে পড়া দেহ
থেমে যাওয়া কবিতা
তখন উঠে কাঁপি কাঁপি ।
( প্রিন্স হাইয়ান )

আমি শ্রাবন দিনের প্রথম কদম হাতে তোমার তরে,

আমি শ্রাবন দিনের প্রথম কদম হাতে তোমার তরে,
অপেক্ষা করতে পারি শ্রাবন জলে ভিঁজে ভিঁজে.....
যদি কখনো কোনো ভুলে,তোমার চোখের কোনে-
জল চলে আসে বেদনার ছলে,
মিথ্যে স্বান্তনা দেবো ,একথা ভেবোনা কভু.....
...স্বার্থহীন ভাবে আমিও ঝড়াতে পারি দু ফোঁটা জল-
তোমার বেদনায় সমোবেথীত হয়ে........

(নির্জন আহমেদ অরণ্য)

আমি নেই.....

আমি নেই। কিন্তু আমার বড় ভাই, বন্ধু সবাই এই Fan Page কে ঠিকই সময় দিচ্ছে। আমি আসলেই অনেক ভাগ্যবান। ধন্যবাদ বাংলা কবিতা ও এসএমএস এর সকল এডমিনদের এবং যারা আমাদের সাথে আছেন। সবাইকে আবারো অনেক অনেক ধন্যবাদ। 
*লানজু (এডমিন)

কি ভাবছো?

কি ভাবছো?
ঘরের খুঁটির মধ্যে যদি আঘাত পাও,
যদি মাথা ফেটে যায়
যদি অনেক রক্ত ঝরে
যদি যেতে হয় মৃত্যুর শানিত দুয়ারে।
ক্ষতি কি তাতে?
এ আঁধারের মাঝে কেন বেঁচে থাকবে?
ওই শিয়াল্গুলো তমাকে সুদ্ধ খবে
গর্জে উঠ! মাথা ফাটলে ফাটুক,
আলোর সন্ধান কর
মরার আগে লড়ে মরো।
( প্রিন্স )

জীবন এক ইতিহাসের কালো...

জীবন এক ইতিহাসের কালো অধ্যায় নয়তো নীরব ভাষার অচেনা কোন গল্প। জীবন এক অহংকারী কষ্টের শেষ চিহ্ন,অথবা সহস্র রংঙ্গে বিবর্ণ কোন স্বপ্ন। জীবন এক নীলচে আধাঁর ঘেরা রাত্রি হয়তো বা অষ্পষ্ট কোন ভোরের কাব্য। জীবন এক শূণ্য সাগর, আমি বলি মেঘের জলে ভিজা স্বচ্ছ কোন স্মৃতির বুকে জীবন এক নামহীন খেলাঘর।

Ali Akbar Mohammad

আমি আকাশকে কাঁদতে দেখেছি

আমি আকাশকে কাঁদতে দেখেছি
শুনেছি তার আর্তনাদ
যখন সে মুখ গোমড়া করে
কেমন লাগে তাকে দেখতে?
খুব কি মায়াবি?
অভিমানের চাঁদর বিছিয়ে রেখেছে সে
নিজেকে আড়াল করে
সেখানেও তার নিরবতা।
( প্রিন্স )

পিচ্ ঢালা শহর পেরিয়ে....

পিচ্ ঢালা শহর পেরিয়ে
লঞ্চে নদী সাঁতরিয়ে
নগরের এ অসহ্য কোলাহল ছাড়িয়ে
তারপর গ্রাম,
যেখানে আছে শান্তি! জুড়ায় মোর প্রান

ওই যে বাতাসে নৃত্যরত সোনালী ধান
বৃষ্টিতেভিজে, রোদে শুকিয়ে এ মাঠ ভরা ফসল
ওদের শ্রমেরই প্রতিদান
এ শুধু ফসলই নয়, এ যে কৃষকের প্রান ।
(প্রিন্স)

তুমি তরুন?

তুমি তরুন?
এখনিতো যুদ্ধ করার সময় তোমার
হে অশান্ত, হও প্রতিশোধের অরুন।
হে বিশ্ব বিজয়ী, গর্জে ওঠ, তুমি তো কন্ঠ বিধাতার
তোমার গগন বিদারী হুংকারে কাঁপাও আবার
...তোমার কন্ঠে নিত্য বাজাও ইস্রাফিলের শিঙ্গার সুর
সম্মুখে হিমালয় দেখে তুমি থেমো না
তোমার যাত্রা তো বহুদূর।

বাইরে আকাশ কাঁদছে...

বাইরে আকাশ কাঁদছে। আর কেউ না বুঝলেও আকাশ আমার দু:থ ঠিক ই বুঝেছে; তাই তো আমার দু:খে ব্যাথিত হয়ে অঝর ধারায় অশ্রু ঝরাচ্ছে।

বাইরের আকাশ...

বাইরের আকাশ তোমার দু:খে ব্যাথিত হয়ে অঝর ধারায় অশ্রু যতই ঝরাক, 
তাতে কি মনের আকাশে জমে থাকা ,কালো মেঘের ন্যায় দুঃখ টা দূর করতে পারবে?
Shakhawat Hossen
Related Posts with Thumbnails