কাকে বিশ্বাস করতে বলে এ মন আমার? আমি তোমাকে বিশ্বাস করি সত্যের মতন, কিন্তু যখন তোমার চেহারায় এমনকি শরীরে বহন করে কোন কালীমার ছাপ, তখন আমার সমস্ত বিশ্বাস ভেঙ্গে যায়। কপালে হাত দিয়ে ভাবি আমার ভুল?নাকি মিথ্যাকে সত্য ভেবেই এক বুক জ্বালা ভরাক্লান্ত হৃদয় নিয়ে বাচা। এই বিশ্বাস আমি এখন করি দিন বদলের সাথে সাথে তোমারো হাজার অজুহাতে স্বার্থ সিদ্ধি করা আর জীবনের খরকুটো মেনে নিয়ে পথ চলা।হাজার প্রশ্ন কখন জমাট বাধে আমার মনে?
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন