পিচ্ ঢালা শহর পেরিয়ে
লঞ্চে নদী সাঁতরিয়ে
নগরের এ অসহ্য কোলাহল ছাড়িয়ে
তারপর গ্রাম,
যেখানে আছে শান্তি! জুড়ায় মোর প্রান
ওই যে বাতাসে নৃত্যরত সোনালী ধান
বৃষ্টিতেভিজে, রোদে শুকিয়ে এ মাঠ ভরা ফসল
ওদের শ্রমেরই প্রতিদান
এ শুধু ফসলই নয়, এ যে কৃষকের প্রান ।
(প্রিন্স)
লঞ্চে নদী সাঁতরিয়ে
নগরের এ অসহ্য কোলাহল ছাড়িয়ে
তারপর গ্রাম,
যেখানে আছে শান্তি! জুড়ায় মোর প্রান
ওই যে বাতাসে নৃত্যরত সোনালী ধান
বৃষ্টিতেভিজে, রোদে শুকিয়ে এ মাঠ ভরা ফসল
ওদের শ্রমেরই প্রতিদান
এ শুধু ফসলই নয়, এ যে কৃষকের প্রান ।
(প্রিন্স)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন