তুমি তরুন?
এখনিতো যুদ্ধ করার সময় তোমার
হে অশান্ত, হও প্রতিশোধের অরুন।
হে বিশ্ব বিজয়ী, গর্জে ওঠ, তুমি তো কন্ঠ বিধাতার
তোমার গগন বিদারী হুংকারে কাঁপাও আবার
...তোমার কন্ঠে নিত্য বাজাও ইস্রাফিলের শিঙ্গার সুর
সম্মুখে হিমালয় দেখে তুমি থেমো না
তোমার যাত্রা তো বহুদূর।
এখনিতো যুদ্ধ করার সময় তোমার
হে অশান্ত, হও প্রতিশোধের অরুন।
হে বিশ্ব বিজয়ী, গর্জে ওঠ, তুমি তো কন্ঠ বিধাতার
তোমার গগন বিদারী হুংকারে কাঁপাও আবার
...তোমার কন্ঠে নিত্য বাজাও ইস্রাফিলের শিঙ্গার সুর
সম্মুখে হিমালয় দেখে তুমি থেমো না
তোমার যাত্রা তো বহুদূর।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন