জীবন এক ইতিহাসের কালো অধ্যায় নয়তো নীরব ভাষার অচেনা কোন গল্প। জীবন এক অহংকারী কষ্টের শেষ চিহ্ন,অথবা সহস্র রংঙ্গে বিবর্ণ কোন স্বপ্ন। জীবন এক নীলচে আধাঁর ঘেরা রাত্রি হয়তো বা অষ্পষ্ট কোন ভোরের কাব্য। জীবন এক শূণ্য সাগর, আমি বলি মেঘের জলে ভিজা স্বচ্ছ কোন স্মৃতির বুকে জীবন এক নামহীন খেলাঘর।
Huge Collection of Bangla Romantic Poem, SMS
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন