মানুষ এগিয়ে যায় অন্যসময়ে,
আকাশ বদলে যায় অন্য আকাশে,
দেহের বায়ু ক্রমশ ফুরিয়ে
জীবনের চাহিদা কিছু বাকি রয়ে যায়
হৃদয়ের পাখি এখনো বন্দী খাঁচায়
......জীবনের সীমা দূরে দেখা যায়
মুক্তির সিঁড়ি পেড়িয়ে
কে বা কার দেখা পায়
দাসত্বের দাস হয়ে ফিরছি বিবাগী পথিকের বেশে
বারে বারে একই ঠিকানায়।
×আর্টসেল।
Huge Collection of Bangla Romantic Poem, SMS
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন