বাস্তবতার আঘাতে
কল্পনার গহ্বর থেকে মুক্তি মেলে অবশেষে
নিজেকে প্রশ্ন করলাম
এ কিসের অপেক্ষা প্রতিদিনের
কিসের জন্য এতো দ্বিধা
কিসের জন্য এতো মৌনতা
কিসের জন্য?
এ প্রশ্নের উত্তর
নিজের কাছে নেই আজ
তবু ও প্রতিদিনের নূতনত্বের খেলায় খেলছি
নিজের কাছে বার বার হেরে গিয়েও
পরাজয়ের নেশায়
হাসি অট্টহাসি।
হিমশীতল বাতাসের সাথে খেলছে
সাদা পেঁজা তুলার মতন তুষার কণা
শীতের এই তীব্র শীতলতার স্পর্শে
হিমায়িত আমি কাঁপছি
একটু উষ্ণতার আশায়
তবু আমি জানি
কখনই করব না আহবান
কারণ আমি শুষ্ক মরুভূমির মত;
শুধু জ্বলছি
নিজ ক্ষতের অঙ্গারের শিখায়ে।
*নন্দিতা আফ্রিন
কল্পনার গহ্বর থেকে মুক্তি মেলে অবশেষে
নিজেকে প্রশ্ন করলাম
এ কিসের অপেক্ষা প্রতিদিনের
কিসের জন্য এতো দ্বিধা
কিসের জন্য এতো মৌনতা
কিসের জন্য?
এ প্রশ্নের উত্তর
নিজের কাছে নেই আজ
তবু ও প্রতিদিনের নূতনত্বের খেলায় খেলছি
নিজের কাছে বার বার হেরে গিয়েও
পরাজয়ের নেশায়
হাসি অট্টহাসি।
হিমশীতল বাতাসের সাথে খেলছে
সাদা পেঁজা তুলার মতন তুষার কণা
শীতের এই তীব্র শীতলতার স্পর্শে
হিমায়িত আমি কাঁপছি
একটু উষ্ণতার আশায়
তবু আমি জানি
কখনই করব না আহবান
কারণ আমি শুষ্ক মরুভূমির মত;
শুধু জ্বলছি
নিজ ক্ষতের অঙ্গারের শিখায়ে।
*নন্দিতা আফ্রিন
2 comments:
Josh, Chorom Hoise
কবিতাটি সুন্দর হয়েছে। এই লেখিকার আরো কবিতা চাই। অনেক দিন পর আবার কবিতা পোস্ট করছেন বলে নাজমুল ভাইকে অনেক ধন্যবাদ।
একটি মন্তব্য পোস্ট করুন