আমার উপর আস্থা রাখো, ফেরত দেব সবি;
আমার পাশে তোলা তোমার সমুদ্রুরের ছবি।
নিয়েছি যা তার চেয়ে বেশি দেখবে দিয়েছি যা,
ফেরত দেব শুকনো রুমাল চোখের জলে ভেজা।
আমার উপর আস্থা রাখ ঠকবে না আখেরে,
...তোমারই জয় হবে দেখবে আমিই গেছি হেরে।
আমার উপর ভরসা রাখো দুশমনি করব না,
তুমি যদি ধরা না দাও তোমায় ধরব না।
যা দিয়েছ ফেরত পাবে সন্দেহ নেই তাতে,
শুধু তোমার দেয়া ভালবাসা রইবে আমার হাতে।
আমার পাশে তোলা তোমার সমুদ্রুরের ছবি।
নিয়েছি যা তার চেয়ে বেশি দেখবে দিয়েছি যা,
ফেরত দেব শুকনো রুমাল চোখের জলে ভেজা।
আমার উপর আস্থা রাখ ঠকবে না আখেরে,
...তোমারই জয় হবে দেখবে আমিই গেছি হেরে।
আমার উপর ভরসা রাখো দুশমনি করব না,
তুমি যদি ধরা না দাও তোমায় ধরব না।
যা দিয়েছ ফেরত পাবে সন্দেহ নেই তাতে,
শুধু তোমার দেয়া ভালবাসা রইবে আমার হাতে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন