হে শিশু
তুমি যখন আসো শীর্নজীর্ন কৃষানীর বুকে
মারাত্বক রোগে, এ উন্নত যুগে
তুমি যখন থাক চিকিৎসার অভাবে
অঙ্কুরে যখন ঝরে যাও তুমি ধুকে ধুকে
...তোমার ঐ অসহায় ছবে যখন ভেসে উঠে
আমার কাব্যিক চোখে
দাউ দাউ করে জ্বলতে থাকে আমার কবিতার পান্ডুলিপি
অসহ্য বেদনায়
শব্দে শব্দে গর্জন করে সারা বিশ্বব্যাপী
আমার ঝিমিয়ে পড়া দেহ
থেমে যাওয়া কবিতা
তখন উঠে কাঁপি কাঁপি ।
( প্রিন্স হাইয়ান )
তুমি যখন আসো শীর্নজীর্ন কৃষানীর বুকে
মারাত্বক রোগে, এ উন্নত যুগে
তুমি যখন থাক চিকিৎসার অভাবে
অঙ্কুরে যখন ঝরে যাও তুমি ধুকে ধুকে
...তোমার ঐ অসহায় ছবে যখন ভেসে উঠে
আমার কাব্যিক চোখে
দাউ দাউ করে জ্বলতে থাকে আমার কবিতার পান্ডুলিপি
অসহ্য বেদনায়
শব্দে শব্দে গর্জন করে সারা বিশ্বব্যাপী
আমার ঝিমিয়ে পড়া দেহ
থেমে যাওয়া কবিতা
তখন উঠে কাঁপি কাঁপি ।
( প্রিন্স হাইয়ান )
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন