এটা একটা কঠিন সত্য
অন্ধকারে তুমি হারাবে পথ ,
যেখানে তোমার পিছু নিবে না কেউ
এমনকি তোমার নিজের ছায়া ।
ভেসে যাওয়া এক অনূভুতি
অবশ , নির্জীব
মৃত্যুর কাছাকাছি ।
অন্ধকারে তোমাকে কেউ কিছ বলবে না
তামাশা ভরা দৃষ্টি নিয়ে কেউ তাকাবে না...
আলোর জগত্ এর স্বার্থপর , লোভী মানুষরা এখানে আসবে না কখনও
হারিয়ে যাওয়ার পথে কোন বাধা আসবে না ।
আমার শিরায় রক্তকণিকায়
অন্ধকার ঘন কালো
আলোকে দেখলে এখন চমকে উঠি
থাক না এই আঁধার
আলোয় ফিরে আসতে চাই না
আর প্রত্যাবর্তন হবে না এ আলোর জগতে ...
copyright © srejan
Huge Collection of Bangla Romantic Poem, SMS
2 comments:
thanx bhaia!! :)
amar kabita post korar jonno!! :)
welcome bro. aro poem lekho amader fan page a. I will publish.
একটি মন্তব্য পোস্ট করুন