যদি হতে পারতাম ওই আকাশের মত-
ভালবেসে
বৃষ্টি হতাম আমি,
তোমার পায়ের নিচে ঘাসের ফাকে;
ঘাসফুলগুলো
বেদনা হয়ে
জানাতো আমার ভালোবাসা।
ভোরের স্নিগ্ধতায় ধুয়ে দিতাম;
তোমায় প্রতিদিনের কোন নির্মল ভাললাগায়-
যদি হতাম কোন প্রজাপতি;
উড়ে যেতাম তোমার কার্নিশে,
তোমার চুলের ফাকে যে রোদ্রুর হাসত
তাই ছুয়ে হতাম আমি ধন্য।
ঘাসফুল
ভালবেসে
বৃষ্টি হতাম আমি,
তোমার পায়ের নিচে ঘাসের ফাকে;
ঘাসফুলগুলো
বেদনা হয়ে
জানাতো আমার ভালোবাসা।
ভোরের স্নিগ্ধতায় ধুয়ে দিতাম;
তোমায় প্রতিদিনের কোন নির্মল ভাললাগায়-
যদি হতাম কোন প্রজাপতি;
উড়ে যেতাম তোমার কার্নিশে,
তোমার চুলের ফাকে যে রোদ্রুর হাসত
তাই ছুয়ে হতাম আমি ধন্য।
ঘাসফুল
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন