না না তোমাকে আমার চাই না !
সরে দাড়াও এ পথ থেকে
হাটব আমি এ অন্তহীন পথ
হারিয়ে যাবো কোন অস্পৃশ্য মায়ায় ।
এ হারিয়ে যাওয়ার সঙ্গি ভেবে
তোমাকে আর চাই না ।
তোমাকে সত্যিই আর ভাবি না
তোমার অনামিকা স্পর্শ করতে চাই না।
আমার এই একাকিত্বতা উপভোগ্য
তুমি নও আমার যোগ্য ।
তোমাকে সত্যিই আর চাই না
মিনতি করনা আর
তুমি আর নেই এখন আমার ।
copyright©srejan
Huge Collection of Bangla Romantic Poem, SMS
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন