ফেসবুকে আমি

Bangla Poem & SMS on Facebook Join here & submit your sms, poems.

ফাল্গুনে...


সময় আমার যাচ্ছে কেটে-
তার আশায় কাল গুনে,
শেষ দেখাটা হয়েছিল
সেই কবেকার ফাল্গুনে।
চৈত্র বৈশাখ আষাঢ় গেল-
শ্রাবন জুড়েই মেঘলা মন,
ভাদরে-আশ্বিনে আর তো হাসিনে-
সয়না এমন একলা ক্ষন।
কি করব হায়! মানেনা হৃদয়
অভিশাপ দেব কার সনে?
কভু যদি মোরে ভূলটি বোঝে-
আঘাত লাগে তার মনে।
হারালো কোথায় বাড়িয়ে ক্ষত,
আমার কোমল অন্তরে,
খুঁজবো তাকে, কোন শহরে?
কোন বালুচর প্রান্তরে?
নাইবা যদি ফিড়ে সে আবার-
আমার তখন হবে কি?
দুঃখে ঝাঝরা বুকের খাঁচায়-
প্রাণ পাখি আর রবে কি?
আমার জীবন থামিয়ে দেইনি,
তার ভাবনার জাল বুনে,
সে-ই আমাকে নিক না খুজে-
এমনি আরেক ফালগুনে।

রুসান আহমেদ আবির

1 comments:

mone.. বলেছেন...

nice............

একটি মন্তব্য পোস্ট করুন

Related Posts with Thumbnails