হে জোছনা, আমায় তুমি উদাস করে দাওনা!
আলোর জোয়ারে মাতাল ঢেউয়ে,
মনটা ভাসিয়ে নাওনা।
ইট পাথরের জন্জালেতে হারিয়ে আমি যাচ্ছিনা,
তবুও আমার চারপাশে কেন প্রাণের ছোয়া পাচ্ছিনা?
জোছনা, আমি তোমার সাথে আকাশ জুড়ে উড়ব,
মন খারাপের বিষয় গুলো আস্তাকুড়ে ছুড়বো।
জোছনা, আমি তোমায় নিয়ে তোমার সাথে থাকব,
বাকি জীবন তোমায় নিয়েই স্বপ্ন ছবি আকব।
ওই শহরে ফিড়বনা বলে তোমার কাছে এসেছি,
জোছনা, আমি জন্ম থেকে তোমায় ভালবেসেছি।
আলোর জোয়ারে মাতাল ঢেউয়ে,
মনটা ভাসিয়ে নাওনা।
ইট পাথরের জন্জালেতে হারিয়ে আমি যাচ্ছিনা,
তবুও আমার চারপাশে কেন প্রাণের ছোয়া পাচ্ছিনা?
জোছনা, আমি তোমার সাথে আকাশ জুড়ে উড়ব,
মন খারাপের বিষয় গুলো আস্তাকুড়ে ছুড়বো।
জোছনা, আমি তোমায় নিয়ে তোমার সাথে থাকব,
বাকি জীবন তোমায় নিয়েই স্বপ্ন ছবি আকব।
ওই শহরে ফিড়বনা বলে তোমার কাছে এসেছি,
জোছনা, আমি জন্ম থেকে তোমায় ভালবেসেছি।
রুসান আহমেদ আবির
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন