দেশের যত দেয়াল লিখন আজকে দারুন জ্বলজ্বলে,
ড্রেনের ধারায় জমাট রক্ত নয়তো তা আর টলটলে।
ওয়ান ফটিফোর ভাসছে বাতাসে শুনছি দূরের কুহক,
আকাশ ভরা কালো ধোয়াশায় বজ্রই আলোর বাহক।
সব শহরের পথের মোরেই মুক্ত ফাসীর কাষ্ঠ,
ডান্ডা খেয়েই ঠান্ডা সবাই ভাবনাগুলোও আরষ্ঠ।
বাড়ির ছাদে উড়ছে ঘুড়ি ঘুড়ির সূতায় মান্জা,
সেই সুতাতে যাচ্ছে ছড়ে সুখ পাখিদের পান্জা।
দেয়ালের গায়ে দাগ হয়ে ঐ মিশেছিল যেন কারারে-
হুংকার দিয়ে বেরিয়ে এল 'শূয়োরের ছাল ছাড়ারে।'
ভূত,প্রেত নাকি পিশাচ এরা একটাও তবু মরেনা,
ধূলি,ধোয়া,মেঘ বিশ্ফোরনেও এদের পলক পরেনা।
এরাই তবে কি বন্ধু দেশের? স্বাধীনতার মুক্তিদাতা?
কোথার আছিস লেজ লুকিয়ে জাতির যত যুক্তিদাতা।
জীবন কি আর কমিক পাতার সুপার হিরোর কাহিনী,
প্রতি আঘাতের প্রতিঘাতেই আসবে ছুটে বাহিনী।
সুপার ডুপার কিংবা বেশি, হিরো পোষার সাধ্য নাই,
দেশের এমন দুঃসময়ে অনেক খাটি মানুষ চাই।
ড্রেনের ধারায় জমাট রক্ত নয়তো তা আর টলটলে।
ওয়ান ফটিফোর ভাসছে বাতাসে শুনছি দূরের কুহক,
আকাশ ভরা কালো ধোয়াশায় বজ্রই আলোর বাহক।
সব শহরের পথের মোরেই মুক্ত ফাসীর কাষ্ঠ,
ডান্ডা খেয়েই ঠান্ডা সবাই ভাবনাগুলোও আরষ্ঠ।
বাড়ির ছাদে উড়ছে ঘুড়ি ঘুড়ির সূতায় মান্জা,
সেই সুতাতে যাচ্ছে ছড়ে সুখ পাখিদের পান্জা।
দেয়ালের গায়ে দাগ হয়ে ঐ মিশেছিল যেন কারারে-
হুংকার দিয়ে বেরিয়ে এল 'শূয়োরের ছাল ছাড়ারে।'
ভূত,প্রেত নাকি পিশাচ এরা একটাও তবু মরেনা,
ধূলি,ধোয়া,মেঘ বিশ্ফোরনেও এদের পলক পরেনা।
এরাই তবে কি বন্ধু দেশের? স্বাধীনতার মুক্তিদাতা?
কোথার আছিস লেজ লুকিয়ে জাতির যত যুক্তিদাতা।
জীবন কি আর কমিক পাতার সুপার হিরোর কাহিনী,
প্রতি আঘাতের প্রতিঘাতেই আসবে ছুটে বাহিনী।
সুপার ডুপার কিংবা বেশি, হিরো পোষার সাধ্য নাই,
দেশের এমন দুঃসময়ে অনেক খাটি মানুষ চাই।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন