বসন্তে রাঙেনি যে মন,
তারে কেন ডাক সমাবেশে?
কুয়াশার অস্বছ নদী -তীর ঘেঁষে
হাটুক সে একা একা ;
সবুজের উচ্ছ্বাসে, ফুলের ঘ্রাণে
জাগুক আলোড়ন তোমাদের প্রাণে ;
তার সাথে হোক শুধু শীতের দেখা।
- আল বোরহান
তারে কেন ডাক সমাবেশে?
কুয়াশার অস্বছ নদী -তীর ঘেঁষে
হাটুক সে একা একা ;
সবুজের উচ্ছ্বাসে, ফুলের ঘ্রাণে
জাগুক আলোড়ন তোমাদের প্রাণে ;
তার সাথে হোক শুধু শীতের দেখা।
- আল বোরহান
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন