আমার চোখে তুমি শুধু এক প্রতিমা
যার মিলবেনা কোনও এক উপমা
ভালবাসার কোন সীমানা নেই যার
তাই তো গো তুমি মানস কন্যা আমার।
তোমাকে কখনো কর্দমের তালে গড়ি
কখনো বা চিত্রপটে আবিস্কার করি
যে রূপেই দেখা পাই না তোমার আমি
তোমাতে নিবেদিত বিশিষ্ট অনুগামী।
প্রতি মূহূর্তে তাই তো প্রিয় তিলোত্তমা
ভাঙছ গড়ছ নিজেই নিজের সীমা
উত্তোরত্তর বাড়িয়ে তার উৎকর্ষতা
ছাড়িয়ে যাচ্ছ নিজেরই নিজে উচ্চতা।
তোমায় মোহিত পুরুষেরা তাই ভাবে
কি করে কি ভাবে কখন সান্নিধ্য পাবে।
- অরুণ কারফা
যার মিলবেনা কোনও এক উপমা
ভালবাসার কোন সীমানা নেই যার
তাই তো গো তুমি মানস কন্যা আমার।
তোমাকে কখনো কর্দমের তালে গড়ি
কখনো বা চিত্রপটে আবিস্কার করি
যে রূপেই দেখা পাই না তোমার আমি
তোমাতে নিবেদিত বিশিষ্ট অনুগামী।
প্রতি মূহূর্তে তাই তো প্রিয় তিলোত্তমা
ভাঙছ গড়ছ নিজেই নিজের সীমা
উত্তোরত্তর বাড়িয়ে তার উৎকর্ষতা
ছাড়িয়ে যাচ্ছ নিজেরই নিজে উচ্চতা।
তোমায় মোহিত পুরুষেরা তাই ভাবে
কি করে কি ভাবে কখন সান্নিধ্য পাবে।
- অরুণ কারফা
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন