এই রঙ ছোড়ানো এই ভুবনে
ভাবি আমি আনমনে ...
দূর্বা সবুজ , পাতা সবুজ চির সবুজ বন
তার চেয়ে সবুজ কেন আমার অবুঝ মন ।
ক্ষতি নেই অনাদরে যদি কভু কাঁদি ,
আলেয়াকে আলো ভেবে যদি সুর বাঁধি ।
অস্ত গোধূলির মায়া ...
হয়ে রবে সঙ্গী ছায়া ।
- রুবিনা মজুমদার ।
ভাবি আমি আনমনে ...
দূর্বা সবুজ , পাতা সবুজ চির সবুজ বন
তার চেয়ে সবুজ কেন আমার অবুঝ মন ।
ক্ষতি নেই অনাদরে যদি কভু কাঁদি ,
আলেয়াকে আলো ভেবে যদি সুর বাঁধি ।
অস্ত গোধূলির মায়া ...
হয়ে রবে সঙ্গী ছায়া ।
- রুবিনা মজুমদার ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন