তার সাথে আমার প্রথম পরিচয়ে
হয়নি অনেক মনের কথা
একটা কথা রয়েছে বাকি
ধীরে ধীরে বাড়লেও ঘনিষ্টতা।
মাঝে মাঝে ভাবি কী লাভ এমন
সম্পর্ককে আরও গভীর করে
যদি বলতেই না পারি মনের কথা
এগোতে না পারি সূত্র ধরে।
আবার মনে হয় কি আছে এমন
ঐ একটা কথার মধ্যিখানে
যা বলতে গেলেই কণ্ঠ রুদ্ধ হয়
খটকা লাগে নিজেরি মনে।
বুঝলাম এরই নাম ভালবাসা
যা বলাও যায়না মুখটা খুলে
অথচ, ঢেড় সময় বয়ে যায়
কাজের মধ্যে দিয়ে বোঝাতে গেলে।
- অরুণ কারফা।
হয়নি অনেক মনের কথা
একটা কথা রয়েছে বাকি
ধীরে ধীরে বাড়লেও ঘনিষ্টতা।
মাঝে মাঝে ভাবি কী লাভ এমন
সম্পর্ককে আরও গভীর করে
যদি বলতেই না পারি মনের কথা
এগোতে না পারি সূত্র ধরে।
আবার মনে হয় কি আছে এমন
ঐ একটা কথার মধ্যিখানে
যা বলতে গেলেই কণ্ঠ রুদ্ধ হয়
খটকা লাগে নিজেরি মনে।
বুঝলাম এরই নাম ভালবাসা
যা বলাও যায়না মুখটা খুলে
অথচ, ঢেড় সময় বয়ে যায়
কাজের মধ্যে দিয়ে বোঝাতে গেলে।
- অরুণ কারফা।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন