বরিষ ধরা-মাঝে শান্তির বারি
শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে
ঊর্ধ্বমুখে নরনারী ॥
না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ,
না থাকে শোকপরিতাপ।
হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক,
বিঘ্ন দাও অপসারি ॥
কেন এ হিংসাদ্বেষ, কেন এ ছদ্মবেশ,
কেন এ মান-অভিমান।
বিতর' বিতর' প্রেম পাষাণহৃদয়ে,
জয় জয় হোক তোমারি ॥
শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে
ঊর্ধ্বমুখে নরনারী ॥
না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ,
না থাকে শোকপরিতাপ।
হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক,
বিঘ্ন দাও অপসারি ॥
কেন এ হিংসাদ্বেষ, কেন এ ছদ্মবেশ,
কেন এ মান-অভিমান।
বিতর' বিতর' প্রেম পাষাণহৃদয়ে,
জয় জয় হোক তোমারি ॥
5 comments:
Nijeke jante, natun kichu porte, ekbar esei dekhun ----
http://amaarkobita.blogspot.com/
Asun, Parun, Galpo Karun....
বাংলা কবিতা, বাংলা এস এম এস, বাংলা গল্প বাংলাতেই ভাল লাগে। আপনি যদি আপনার সাইটে বাংলিশ না লিখে বাংলা লিখতেন তাহলে আরো ভাল লাগত।
lanzu vai, ফ্রি ব্লগ সাইট বানাইয়া এত দেমাগ কিন্তু ভালা না। বুঝলেন ভাই?
@Namhin vi: free r paid jai hok na keno uni to likhtese. apnar arokm cmnt korar karon bujhlam na.
a good site.
free download seo friendly Blogger Templates site
en.otopor.com
একটি মন্তব্য পোস্ট করুন