আবার একটা ফুঁ দিয়ে দাও,
মাথার চুল মেঘের মতো উড়ুক...
আবার একটা ফুঁ দিয়ে দাও,
স্বপ্নগুলো ছায়ার মতো ঘুরুক...
আবার একটা ফুঁ দিয়ে দাও,
অটোমেটিক ঘড়ির মতো চলতে থাকি একা,
আবার একটা ফুঁ দিয়ে দাও,
অন্ধকারে সলতে হয়ে জ্বলতে থাকি একা...
আবার একটা ফুঁ দিয়ে দাও।
ফুসফুসে পাই হাওয়া!
নির্মুলেন্দু গুন।
মাথার চুল মেঘের মতো উড়ুক...
আবার একটা ফুঁ দিয়ে দাও,
স্বপ্নগুলো ছায়ার মতো ঘুরুক...
আবার একটা ফুঁ দিয়ে দাও,
অটোমেটিক ঘড়ির মতো চলতে থাকি একা,
আবার একটা ফুঁ দিয়ে দাও,
অন্ধকারে সলতে হয়ে জ্বলতে থাকি একা...
আবার একটা ফুঁ দিয়ে দাও।
ফুসফুসে পাই হাওয়া!
নির্মুলেন্দু গুন।
1 comments:
অনেক সুন্দর কবিতা।
একটি মন্তব্য পোস্ট করুন