শোন, তুমি কি জান?
তোমাকে ভাল লাগত কারো?
তুমি কি জান?
তোমায় নিয়ে লিখত
কাগজ, কলম সংখ্যা বিহীন
কবিতা কাব্য হাজারো।
তুমি কি জান?
তোমায় সে খুজে বেড়াত
উৎসুক চোখে,
হাজার হাজার সন্ধ্যা তারায়;
নীল আকাশের দূর অজানায়।
আজো তুমি জানলেনা;
তোমার পদচারনায়
কেপে উঠে আমার এ হিয়া,
তুমি জানলেনা,
আমি যে তোমার
হৃদয়ের আড়ালে অচেনা প্রিয়া।
Mahjuba Dipa (১৩ই মে, ২০০৬)
Huge Collection of Bangla Romantic Poem, SMS
1 comments:
আসলে অসাধারণ লাগল কবিতাটি পড়ে। ধন্যবাদ এর লেখিকাকে। আপনি আরো কবিতা লিখেন। সত্যি অনেক ভাল লাগল। আবার ধন্যবাদ।
একটি মন্তব্য পোস্ট করুন