তোমার সাজানো ঘর,তোমার আয়না
আজ বলে তোমার কথা;
আমি খুজি তোমায় সেথায়
হারিয়েছি তোমায় যেথায়
তবু তোমায় কেন পাইনা?
তুমিও কি ভাবছ আমায়?
জেগে আছ রাত্রি একায়
সবই যে আজ স্মৃতির দোলা
তবুওত তোমায় হল না ভুলা।
আজ বলে তোমার কথা;
আমি খুজি তোমায় সেথায়
হারিয়েছি তোমায় যেথায়
তবু তোমায় কেন পাইনা?
তুমিও কি ভাবছ আমায়?
জেগে আছ রাত্রি একায়
সবই যে আজ স্মৃতির দোলা
তবুওত তোমায় হল না ভুলা।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন