বন্ধু শোনো,বন্ধু শোনো,
তোমার বাড়ি যাবো
দেখবো তুমি কেমন করে
জল-সাঁতারে নাবো।
নাববে যখন ভাববে বুঝি
ভয় দেখাবে খুব?
তাইতো দেবে দুষ্টুমিতে
অনেক বড় ডুব।
খুঁজবো কোথায়? খুঁজবো কোথায়?
কলমিলতার ফাঁকে !
নয়তো আমি দৌড়ে গিয়ে
আনবো ডেকে মাকে।
আমরা দু'জন মায়ের কাছে
খুব বকুনি খাবো ?
হোকনা তবু বন্ধু,আমি
তোমার বাড়ি যাবো ।
তোমার বাড়ি যাবো
দেখবো তুমি কেমন করে
জল-সাঁতারে নাবো।
নাববে যখন ভাববে বুঝি
ভয় দেখাবে খুব?
তাইতো দেবে দুষ্টুমিতে
অনেক বড় ডুব।
খুঁজবো কোথায়? খুঁজবো কোথায়?
কলমিলতার ফাঁকে !
নয়তো আমি দৌড়ে গিয়ে
আনবো ডেকে মাকে।
আমরা দু'জন মায়ের কাছে
খুব বকুনি খাবো ?
হোকনা তবু বন্ধু,আমি
তোমার বাড়ি যাবো ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন