সময়ের ব্যবধানে
সত্য ভুলে গেছে মানুষ।
এখন শুধু সমেবদনা,
নেই কোন আপসোষ,
এখন শুধু সান্তনা।
শহীদের কবরে কাঁদে তার শিশু
কাঁদে মা,কাঁদে তার প্রিয়তম স্ত্রী।
শহীদরা হয়ে গেল
এখন শুধু স্মৃতি।
সময়ের হাতে মেনেছি হার,
আমরা হতবাক,
কারোর কিছু নেই বলবার।
মনে মনে শুধু এই বলি,
আমরা এমনি।
মাহী ফারহানা
সত্য ভুলে গেছে মানুষ।
এখন শুধু সমেবদনা,
নেই কোন আপসোষ,
এখন শুধু সান্তনা।
শহীদের কবরে কাঁদে তার শিশু
কাঁদে মা,কাঁদে তার প্রিয়তম স্ত্রী।
শহীদরা হয়ে গেল
এখন শুধু স্মৃতি।
সময়ের হাতে মেনেছি হার,
আমরা হতবাক,
কারোর কিছু নেই বলবার।
মনে মনে শুধু এই বলি,
আমরা এমনি।
মাহী ফারহানা
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন