প্রতীক্ষা আন্তঃনগর তূর্না নিশীতা,
হৃদয় ক্যানভাসে জাগরুক স্মৃতিগুলো
আমাকে প্রশ্নবিদ্ধ করছে সব না পাওয়ায়।
হতাশা আর ব্যর্থতা আমাকে খাবলে খাচ্ছে
বৃথা মনে হচ্ছে জীবনের সবকটা অলিগলি।
হারিয়ে গেছে সব সুর, কবিতা এলোমেলো হয়ে আছে
ছন্দগুলো আজ মিলছে না। শুধু মন-
এই মনটাই আজ বার বার পুড়ছে,
দহনে-দহনে আমাকে নিঃসাঢ় করে দিয়েছে
প্রকাশ করার সাহস আমাকে এনে দিয়েছে
ব্যর্থতার প্রথম সোপান।
সত্যি সেলুকাস বিচিত্র এই সভ্যতা
কষ্টের পূর্ণতায় নষ্ট হয়ে গেলো
আমার প্রথম অনুভূতি।
রচনাকাল: ০৫.০৮.২০০২
(চট্টগ্রাম রেলওয়ে ষ্টেশন)
উৎসর্গঃ আকাশ
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন