হৃদয়ে দিয়েছ হৃদয়
তাহলে কিসের এত দুঃখ তোমার
সেদিন তোমাকে দিলুম দু পৃষ্টে ভরে চিঠি
তুমি কেন দিলে বিনিময়ে-
সাদা কাগজ, নীল খাম
তোমাকে দিয়েছিলাম পৃথিবীর সবচেয়ে নিস্পাপ হাসি
তুমি ফিরিয়ে দিলে এক বুক চাপা কান্না
কেন ফিরিয়ে দিলে আমার ভালবাসার একগুচ্ছ রজনীগন্ধা
তাহলে ফুল কি তোমাকে আকর্ষিত করেনা?
জানালার গ্রিল ধরে আনমনে
সারাদিন কেন শোন ঐ দূর আকাশ থেকে
ভেসে আসা করুন সুরের বেহালা
তবে কি তোমার সব সুখ
ঐ সর্বগ্রাসী পদ্মার অতলে বিসর্জিত করেছো?
২৫.০৬.২০০৪
(শহীদ মিনার, শাহজালাল বিশ্ববিদ্যালয়)
1 comments:
good good good
একটি মন্তব্য পোস্ট করুন