যদি কখনো পারো, আমাকে ভুলে যেও
আমি জানি, ভালোবাসা কখনো মরে না
তবে, শীতের পাতা ঝরার মতই তা ঝরে যায়
কোন একদিন।
অনুভবটুকু আর কাদায় না
চোখের জলে মেশানো থাকে না আক্ষেপ,
না পাওয়ার কষ্ট।
তাই ভুলে যেও, এক শিশির ভেজা সকালের মত
নতুন করে ভালোবাসার আশায়।
ঘাসফুল
আমি জানি, ভালোবাসা কখনো মরে না
তবে, শীতের পাতা ঝরার মতই তা ঝরে যায়
কোন একদিন।
অনুভবটুকু আর কাদায় না
চোখের জলে মেশানো থাকে না আক্ষেপ,
না পাওয়ার কষ্ট।
তাই ভুলে যেও, এক শিশির ভেজা সকালের মত
নতুন করে ভালোবাসার আশায়।
ঘাসফুল
1 comments:
আপনাকে আবারো আবারো অনেক অনেক ধন্যবাদ আমাদের একটু সময় দিয়ে কবিতা লেখার জন্য।
একটি মন্তব্য পোস্ট করুন