কি হবে কবিতা লিখে পৃষ্ঠার পর পৃষ্ঠা?
কি হবে খবরের কাগজে, বিকৃত রুচির প্রতিবাদ করে?
কি হবে আধুনিক শিক্ষায় নিজেদের শিক্ষিত করে?
হবে না পরিবর্তন আমাদের,
হবে না পরিবর্তন এই জাতির।
জেগে উঠবে না আমাদের মূল্যবোধ,
দিন ফুরোলে নতুন করে হবে ষড়যন্ত্র;
হবে আবারো কারো মুন্ডপাত
হবে আবারো কোন নারী নির্যাতিত।
কবিতাগুলো আজ শুধুই কবিতা।
কাগজের ভাঁজে ভাঁজে হারিয়ে যায় সব
কালিগুলো শুধু হচ্ছে অপচয়
শিক্ষা, আজ দেয়ালে টাঙ্গানো সুদৃশ্য ফ্রেমে বন্দী।
স্পনেরা আজ মৃত, পরাজিত,
ঘৃণা আর লজ্জাই আজ আমাদের অলঙ্কার।
কে জাগাবে আমাদের?
বলতে পার কি কেউ?
বলতে পার, কি হয় কবিতায়-
খবরের কাগজে, শিক্ষায়?!
যদি মূল্যবোধ না-ই জাগে আমাদের।
ঘাসফুল, ২০০৮
Huge Collection of Bangla Romantic Poem, SMS
5 comments:
100% True Poem.
আসলে আমরাই সচেতন না। আপনার এ কবিতা জানি না কার কেমন লেগেছে কিন্তু আমার সত্যি অনেক ভাল লেগেছে। আপনি কবিতা লিখে যান।
ধন্যবাদ for comment.
@ঘাষফুল: আমি আপনার নামে একটা Category সংযুক্ত করতে চাই আমার এই ব্লগে। যদি আপনি আপনার কবিতা মাঝে মাঝে পাঠান। সত্যি আপনার প্রতিটা কবিতা অসাধারণ। আপনার উত্তরের প্রতিক্ষায় রইলাম।
hhmmmm... Category Add kora hok. Aikhane Abir er poem & Ghasful er poem gulo sotti onk valo lage....
Thanks everyone for giving me the inspiration, I will try to post more of my poems. :)
I think everyone should come forward to write even though we r not a poet but it helps to improve the writing ability.
একটি মন্তব্য পোস্ট করুন