এই খোকা;
উঠে পর শিঘ্রী ভোর হল যে,
স্কুলে যেতে হবে, হাত মুখ ধুয়ে নে।
মন দিয়ে পড়বি সোনা;
খেয়ালের বশে করবি না দুষ্টমিটা-
তুই অনেক বড় হবি;
দেশের তরে হবি, এক সূর্যসেনা।
এই খোকা;
মাকে কি মনে পড়ে না তোর?
থাকিস যে তুই সাত সমুদ্রের পর-
জানি তুই অনেক বড় হবি;
মায়ের কথা, খোকা কি ফেলতে পারে?
এই খোকা;
তুই আসবি ফিরে কবে?
এই দু:খিনী মায়ের কোলে।
আচল দিয়ে মোছাবো মুখ;
কোলে নিয়ে ঘুম পাড়াবো-
চাঁদ মামা মিষ্টি গানের সুরে।
খোকা-
কলমের লিখায় মন যে ভরে না আর
বড্ড দেখতে ইচ্ছে হয় যে তোকে;
আয়না একবার ছুটে আমার কাছে,
দেখবো সোনা, তোকে প্রাণটি ভরে।
কতদিন হলো চিঠি আসেনা ভোর;
অপেক্ষায় দিন চলে যায়,
মা ডাক শুনবো বলে-
হয় যে মন আকুল-
খোকা, মাকে কি মনে পড়ে না তোর?
এই খোকা,
ভুলিস না যেন নিজের যত্ন নিতে;
অসুখ বাধাস না যেন আবার হেঁয়ালি করে।
মন দিয়ে পড়বি সোনা-
খাবার খেতে ভুলিস না যেন,
একটু সময় করে।
আজ তবে রাখছি;
অনেক চুমু দিয়ে, আমার খোকার গালে;
ভুলিস না তুই লিখতে চিঠি-
তোর দু:খিনী মায়ের তরে।
ঘাসফুল, ২০০৭
Huge Collection of Bangla Romantic Poem, SMS
4 comments:
ভাইজান অনেক অনেক ভাল লাগল কবিতাটা পড়ে।
জট্টিল হয়েছে। হৃদয়স্পর্শী
Dhonnobad jahidul vai, and sopna ke.
ধন্যবাদ সবাইকে।
একটি মন্তব্য পোস্ট করুন