ফেসবুকে আমি

Bangla Poem & SMS on Facebook Join here & submit your sms, poems.

এই খোকা...

এই খোকা;
উঠে পর শিঘ্রী ভোর হল যে,
স্কুলে যেতে হবে, হাত মুখ ধুয়ে নে।
মন দিয়ে পড়বি সোনা;
খেয়ালের বশে করবি না দুষ্টমিটা-
তুই অনেক বড় হবি;
দেশের তরে হবি, এক সূর্যসেনা।
এই খোকা;
মাকে কি মনে পড়ে না তোর?
থাকিস যে তুই সাত সমুদ্রের পর-
জানি তুই অনেক বড় হবি;
মায়ের কথা, খোকা কি ফেলতে পারে?
এই খোকা;
তুই আসবি ফিরে কবে?
এই দু:খিনী মায়ের কোলে।
আচল দিয়ে মোছাবো মুখ;
কোলে নিয়ে ঘুম পাড়াবো-
চাঁদ মামা মিষ্টি গানের সুরে।
খোকা-
কলমের লিখায় মন যে ভরে না আর
বড্ড দেখতে ইচ্ছে হয় যে তোকে;
আয়না একবার ছুটে আমার কাছে,
দেখবো সোনা, তোকে প্রাণটি ভরে।
কতদিন হলো চিঠি আসেনা ভোর;
অপেক্ষায় দিন চলে যায়,
মা ডাক শুনবো বলে-
হয় যে মন আকুল-
খোকা, মাকে কি মনে পড়ে না তোর?
এই খোকা,
ভুলিস না যেন নিজের যত্ন নিতে;
অসুখ বাধাস না যেন আবার হেঁয়ালি করে।
মন দিয়ে পড়বি সোনা-
খাবার খেতে ভুলিস না যেন,
একটু সময় করে।
আজ তবে রাখছি;
অনেক চুমু দিয়ে, আমার খোকার গালে;
ভুলিস না তুই লিখতে চিঠি-
তোর দু:খিনী মায়ের তরে।

ঘাসফুল, ২০০৭

4 comments:

জাহিদুল ইসলাম বলেছেন...

ভাইজান অনেক অনেক ভাল লাগল কবিতাটা পড়ে।

স্বপ্না বলেছেন...

জট্টিল হয়েছে। হৃদয়স্পর্শী

ghashful বলেছেন...

Dhonnobad jahidul vai, and sopna ke.

লানজু বলেছেন...

ধন্যবাদ সবাইকে।

একটি মন্তব্য পোস্ট করুন

Related Posts with Thumbnails