ফেসবুকে আমি

Bangla Poem & SMS on Facebook Join here & submit your sms, poems.

ভালবাসি তোমায় বলবনা...

ভালবাসি তোমায় বলবনা,
মনে আছ তুমি বলবনা
সত্যি যদি হয ভালবাসা
এসব কিছুই বলা লাগে না।

কষ্টগুলো শ্রাবণ হয়ে ঝরে...

কষ্টগুলো শ্রাবণ হয়ে ঝরে মনের আঙিনায়।
স্বপ্নগুলো বাধা হৃদয়েতে একে চোখের সীমানায়।
এলোমেলো ভাবনাগুলো যেন নদী হয়ে বয়।

উরু-উরু, দুরু-দুরু এই মন যেন কত কথা কয়।
জানো তুমি, জানি আমি শুধু জানে না এই মন।।

এক চিলতে রোদ দিচ্ছে উকি...

এক চিলতে রোদ দিচ্ছে উকি জানালার পাশে
এক ফালি আকাশ হাতছানিতে কেন যে ডাকে!

তবে কি আজ দেখা হবে তোমার আমার?
তবে কি আজ দিন আসছে ভালোবাসার?!!

বন্ধু মানেই একসঙ্গে...

বন্ধু মানেই একসঙ্গে অনেকটা পথ চলা,
বন্ধু মানেই প্রাণের কথা যা কাওকে যায় না বলা।

যতই নামুক রাত্রি গভীর ঘনাক আঁধার কালো,
বন্ধু মানেই হাজার খুশি হাজার তারার আলো।

বন্ধু মানেই ভোর রাঙা অই সূর্য হাসি আকাশ,
আর যা হারায় হারাক এ জীবন থেকে
বন্ধু তুই যেন না হারাস।।

শরীর জুড়ে আমার শুধু...

শরীর জুড়ে আমার শুধু ভালোবাসার গন্ধ,
কেওবা তাকে ভাল বলে, কেউবা বলে মন্দ।
আকাশে মেঘ, হৃদয়ে ঝড় যতই চলে দ্বন্ড,
তুমি ঠিকই জানো আমি ভালোবাসায় অন্ধ।।

তুমি মানে তোমার চলে যাওয়া...

তুমি মানে তোমার চলে যাওয়া,
তোমার জন্য সব ভুলে থাকা।
জীবন মানে বাচার অভিনয়,
মৃত্যু মানে না পাওয়ার ভয়।

কার সাধ্যি...

কার সাধ্যি তোমা থেকে আমাকে বিচ্ছিন্ন করে,
আকাশ থেকে নীলকে, সাগর থেকে জলকে;
কে কবে ছিনিয়ে নিতে পেরেছে বলতে পার?
কেবল যদি তুমি তুমাকে না ছাড়।।

ক্লান্তি...

ক্লান্তি আমার ক্ষমা করো, প্রভু,
পথে যদি পিছিয়ে পড়ি কভু।
এই-যে হিয়া থরোথরো কাঁপে আজি এমনতরো
এই বেদনা ক্ষমা করো, ক্ষমা করো প্রভু।।

এই দীনতা ক্ষমা করো, প্রভু,
পিছন-পানে তাকাই যদি কভু।
দিনের তাপে রৌদ্রজ্বালায় শুকায় মালা পূজার থালায়,
সেই স্নানতা ক্ষমা করো, ক্ষমা করো প্রভু।।

সাথি...

পথের সাথি, নমি বারম্বার-
পথিকজনের লহো নমস্কার।
ওগো বিদায়, ওগো ক্ষতি, ওগো দিনশেষের পতি,
ভাঙা বাসার লহো নমস্কার।।

ওগো নবপ্রভাত-জ্যোতি, ওগো চিরদিনের গতি,
নূতন আশার লহো নমস্কার।
জীবন রথের হে সারথি, আমি নিত্য পথের পথী,
পথে চলার লহো নমস্কার।।

সুপ্রভাত...

এ দিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার?
আজি প্রাতে সূর্য-ওঠা সফল হল কার?
কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে-
উষা কাহার আশিস বহি হল আঁধার পার?।

বনে বনে ফুল ফুটেছে, দোলে নবীন পাতা-
কার হৃদয়ের মাঝে হল তাদের মালা গাঁথা
বহু যুগের উপহারে বরণ করি নিল কারে?
কার জীবনে প্রভাত আজি ঘোচায় অন্ধকার?।

হাতে-কলমে...

বোলতা কহিল, এ যে ক্ষুদ্র মউচাক,
এরই তরে মধুরকর এত করে জাঁক।
মধুকর কহে তারে, তুমি এসো ভাই,
আরো ক্ষুদ্র মউচাক রচো দেখে যাই।।

পুনরাবর্তন

আবার যদি ইচ্ছা কর আবার আসি ফিরে
দু:খ-সুখের ঢেউ-খেলানো এই সাগরের তীরে।
আবার জলে ভাসাই ভেলা, ধুলার পরে করি খেলা,
হাসির মায়ামৃগীর পিছে ভাসি নয়ননীরে।।

কাটার পথে আধার রাতে আবার যাত্রা করি,
আঘাত খেয়ে বাচি কিম্বা আঘাত খেয়ে মরি।
আবার তুমি ছদ্মবেশে আমার সাথে খেলাও হেসে-
নতুন প্রেমে ভালোবাসি আবার ধরণীরে।।

ব্যর্থ

যদি   প্রেম দিলে না প্রাণে
কেন  ভোরের আকাশ ভরে দিলে   এমন গানে গানে?
কেন তারার মালা গাথা,
কেন ফুলের শয়ন পাতা,
কেন দখিন হাওয়া গোপন কথা জানার কানে কানে?।

যদি প্রেম দি্লে না প্রাণে
কেন আকাশ তবে এমন চাওয়া চায় এ মুখের পানে?
তবে ক্ষণে ক্ষণে কেন
আমার হৃদয় পাগল হেন,
তরী সেই সাগরে ভাসায় যাহার কূল সে নাহি জানে?

মার্জনা

প্রিয়তম, আমি তোমারে যে ভালোবেসেছি,
দয়া করে কোরো মার্জনা কোরো মার্জনা।
ভীরু পাখি আমি তব পিন্জ্ঞরে এসেছি,
তাই বম্বলে দ্বার কোরো না রুদ্ধ কোরো না।
যাহা-কিছু মোর কিছুই পারি না রাখিতে,
উতলা হৃদয় তিলেক পারি নি ঢাকিতে,
তুমি রাখো ঢাকি, তুমি করো মোরে করুণা-
আপনার গুণে অবলারে কোরো মার্জনা কোরো
মার্জনা।।

প্রিয়তম, যদি নাহি পারো ভালোবাসিতে
তবু ভালোবাসা মার্জনা কোরো মার্জনা।
দুটি আখিকোণ ভরি দুটি কণা হাসিতে
অসহায়-পানে চেয়ে না, বন্ধু, চেয়ো না।
সম্বরি বাস ফিরে যাব দ্রুতচরণে,
চকতি শরমে লুকার আধার মরণে,
দু হাতে ঢাকিব নগ্নহৃদয়বেদনা-
প্রিয়তম, তুমি অভাগীরে কোরে মার্জনা কোরো
মার্জনা।।

প্রিয়তম, যদি চাহ মোরে ভালোবাসিয়া
সুখরাশি মোর মার্জনা কোরো মার্জনা।
সোহাগের স্রোতে যাব নিরুপায় ভাসিয়া,
দুর হতে বসি হেসো না তখন হেসো না।
বাধির তোমারে নিবিড় প্রণয়শাসনে,
দেবীর মতন পুরাব তোমার বাসনা-
তখন, হে নাথ, গরবিরে কোরো মার্জনা কোরো
মার্জনা।।

ক্ষণমিলন...

পরম আত্মীয় ব'লে যারে মনে মানি
তারে আমি কতদিন কতটুকু জানি।
অসীম কালের মাঝে তিলেক মিলনে
পরশে জীবন তার আমার জীবনে।
যতটুকু লেশমাত্র চিনি দুজনায়
তাহার অনন্তগুন চিনি নাকো হায়।
দুজনের একজন একদিন যবে
বারেক ফিরাবে মুখ, এ নিখিল ভবে
আর কভু ফিরিবে না মুখামুখি পথে-
কে কার পাইবে সাড়া অনন্ত জগতে।
এ ক্ষণমিলনে তবে, ওগো মনোহর,
তোমারে হেরিনু কেন এমন সুন্দর।
মুহূর্ত-আলোকে কেন, হে অন্তরতম,
তোমারে চিনিনু চিরপরিচিত মম।।

প্রভাত উৎসব...

হৃদয় আজ মোর কেমনে গেল খুলি,
জগৎ আসি সেথা করিছে কোলাকুলি।
প্রভাত হল যেই কী জানি হল একি,
আকাশ পানে চাই কী জানি কারে দেখি।।

পুরবমেঘমুখে পড়েছে রবিরেখা,
অরুণরথচুড়া আধেক যায় দেখা।
তরুণ আলো দেখে পাখির কলরব,
মধুর আহা কিবা মধুর মধু সব।।

আকাশ, 'এসো এসো' ডাকিছ বুঝি ভাই-
গেছি তো তোরি বুকে, আমি তো হেথা নাই।
প্রভাত-আলো-সাথে ছড়ায় প্রাণ মোর,
আমার প্রাণ দিয়ে ভরিব প্রাণ তোর।

ওঠো হে ওঠো রবি, আমারে তুলে লও,
অরুনতরী তবু পুরবে ছেড়ে দাও।
আকাশপারাবার বুঝি হে পার হবে-
আমারে লও তবে, আমারে লও তবে।।

মুঠোফোনে লেখা আমার কবিতা যেন...

মুঠোফোনে লেখা আমার কবিতা যেন
তোমার ঐ ছোট্ট নাক-ফুল।
তোড়ায় বেঁধে সাজিয়ে রেখেছি,
তোমার ঐ ফুলদানি-নাকে।
বলো তো কে সুন্দর করেছে কাকে?

সূত্র: সাইফুজ্জামান খালেদ (প্রথম আলো ব্লগ)

আমার জীবন আঁধারময়, তোমার মুঠোতে রোদ্দূর ...

আমার জীবন আঁধারময়, তোমার মুঠোতে রোদ্দূর
আলোক-স্পর্শ পেতে
পিছু নেব তোমার, যতদূর যাও তুমি, যতদূর...

আমি অত দাতা নই কিছু না পাওয়ার বিনিময়ে...

আমি অত দাতা নই কিছু না পাওয়ার বিনিময়ে
অন্যকে সাজিয়ে দেব উপটৌকনের ঝর্না ঢেলে।

তোমার আয়নায় আমি নিজেকে দেখেছি যেই দিন
সেদিনই মরাল তার উড়বার ডানা ফিরে পেল।
তুমি আকাশ না দিলে কে জানত এ উড়ানের সুখ?

আজ বর্ষার শুধু সেইটুকু ভালো...

আজ বর্ষার শুধু সেইটুকু ভালো
যতটুকু জুড়ে তোমার স্মৃতির পলি।
মেঘে মেঘে ঠিক
তোমারই মতন একজন চেয়ে আছে
সব গোপণীয়তা তাহলে তাকেই বলি।

সূত্র: সাইফুজ্জামান খালেদ (প্রথম আলো ব্লগ)

যাচ্ছি চলে ফিরবো বলে...

যাচ্ছি চলে ফিরবো বলে
দেখা হবে আবার
কোন একদিন ফিরবে সুদিন
সেইসব দিন শুধুই তোমার

শুধু জানলে তো হবে না, মানতে হবে....

শুধু জানলে তো হবে না, মানতে হবে
সে পথ ধরে হাটতে হবে
মনের কথা বুঝতে হলে
মনের বনে হারাতে হবে

মেঘলা আকাশ, মেঘলা মন...

মেঘলা আকাশ, মেঘলা মন
মেঘের সাথে কথোপকথন।
আমি আছি যেমন তেমন
তুমি বন্ধু আছ কেমন?

সূত্র: সাইফুজ্জামান খালেদ (প্রথম আলো ব্লগ)

সমুদ্রে যাবো ভেবে ভাসিয়েছি তরি...

সমুদ্রে যাবো ভেবে ভাসিয়েছি তরি
আজ মাঝ পথে থেমে এসে
এসো তাড়াতাড়ি
নামবো জলে
কুড়াবো নূড়ি
এসো তাড়াতাড়ি
অমাবস্যা রাতে
পূ্র্নিমা হবে ঘুড়ি
এসো তাড়াতাড়ি

সূত্র: সাইফুজ্জামান খালেদ (প্রথম আলো ব্লগ)

ভালবাসতে? সেটা অনেকেই পারে, কিন্তু...

ভালবাসতে? সেটা অনেকেই পারে, কিন্তু
আমি চাই তোমার অনন্য সেই প্রেম
যাকে পেয়েছিলাম সেই প্রথমবেলায়
যার টানে আমি ছুটে যাই পাগল হয়ে
যার গন্ধ জমা থাকে রন্ধ্রে
চাই তোমার একটু মনোযোগ
যার স্বপ্ন দেখি প্রতিক্ষনে…

সূত্র: সাইফুজ্জামান খালেদ (প্রথম আলো ব্লগ)

তিন ঘন্টা পর হঠাৎ তোমার একটা কুহু

তিন ঘন্টা পর হঠাৎ তোমার একটা কুহু
চাই না আমি, -চাই না আমি।
আমি চাই মুহুমুহু কোকিল আমায়
ডাক পাঠাবে তার বাগানে।
আমি চাই অনন্ত বসন্ত তুমি
সারাক্ষণ থাকবে জুড়ে আমার প্রানে।

চাদঁতো হারিয়ে আবার উকি দেয় রোজ রাতে ....

চাদঁতো হারিয়ে আবার উকি দেয় রোজ রাতে
শুধু অমাবস্যা- মাঝে মাঝে বাধ সাধে
তুমি কি আমার রূপালি চাদঁ?
তুমি কি পারোনা হতে-এক পূ্র্নিমা রাত…

চাদঁতো হারিয়ে আবার উকি দেয় রোজ রাতে ....

চাদঁতো হারিয়ে আবার উকি দেয় রোজ রাতে
শুধু অমাবস্যা- মাঝে মাঝে বাধ সাধে
তুমি কি আমার রূপালি চাদঁ?
তুমি কি পারোনা হতে-এক পূ্র্নিমা রাত…

জল রঙে একেঁছি আমার যত স্বপ্ন ...

জল রঙে একেঁছি আমার যত স্বপ্ন
সঁপেছি তোমার কাছে দিয়োনা কভু জলের ছোয়াঁ
যে চোখ দিয়ে দেখেছো
আমায় আমি চাই না সে চোখের সিক্ততা…

জল রঙে একেঁছি আমার যত স্বপ্ন ...

জল রঙে একেঁছি আমার যত স্বপ্ন 
সঁপেছি তোমার কাছে দিয়োনা কভু জলের ছোয়াঁ 
যে চোখ দিয়ে দেখেছো 
আমায় আমি চাই না সে চোখের সিক্ততা…

আমার সকালটা বিবর্ণ পড়ে থাকে...

আমার সকালটা বিবর্ণ পড়ে থাকে চুপচাপ, জানালায় দোয়েলের ডাককে তেমন মধূর মনে হয় না, বই এর পাতা ওল্টানোর কষ্টটাও ভীষন কাহিল করে ফেলে, কোথাও কোন সবুজ দেখি না – ধূসর মনে হয় সবকিছু।মনে হয় আমি যেন জরা পাতা, মরে আছি, পড়ে আছি। কারণ আমার প্রিয় মানুষটা আমাকে জড়িয়ে ধরে নয়,হাতে হাত রেখেও নয়, এমনকি কানের কাছে মুখ এনেও ফিসফিস করে বলেনি – আমি তোমাকে ভালোবাসি প্রিয়, ভালোবাসি,ভালোবাসি।

সূত্র: সাইফুজ্জামান খালেদ (প্রথম আলো ব্লগ)

Mobile screen এ আবদ্ধ রেখে চোখ....

Mobile screen এ আবদ্ধ রেখে চোখ
আকাশে পাতি কান,
Ringer এ তরঙ্গ তুলে
ঐ আকাশ থেকে কখন ভেসে
আসে তোমার গান?
কখন তুমি নদির জলে ভাসাও তরী
সমুদ্রে সাম্পান।
কখন তুমি আমার প্রাণে
বাঁধো তোমার প্রাণ!

সূত্র: সাইফুজ্জামান খালেদ (প্রথম আলো ব্লগ

তোমার বুকে নীলের আভা ....

তোমার বুকে নীলের আভা
তুমিই মেঘবতী।
ইচ্ছে করে তোমায় ছুঁতে
আকাশ হতাম যদি…

সূত্র: সাইফুজ্জামান খালেদ (প্রথম আলো ব্লগ)

ভুলে কি গেছ...

Sms করা ভুলে গেছ বুঝি?
মিথ্যেই শুধু inbox খুঁজি।
তখন কী রাগ হয় জানো?
আকাশকে বলি বাজ হানো।

কলমকে কি শুকিয়েছে কালি?
নাকি ভাষার ভাড়ার ঘর খালি?
তাহলে লেখ না কেন শুনি?
জানো না কী করে দিন গুনি।

সূত্র: সাইফুজ্জামান খালেদ (প্রথম আলো ব্লগ)

মন হলো ঘড়ির...

মন!!!
মন হলো ঘড়ির পান্ডুলাম এর মতো।
যদি এটা নিয়ন্ত্রণ করতে পার
তাহলে নিজেকে নিয়ন্ত্রন করতে পারবে,
সাফল্য এসে ধরা দেবে তোমার পায়ে।

যদি মেঘ আর বৃষ্টিতে...

যদি মেঘ আর বৃষ্টিতে একাকার হয়ে যায়,
যদি জোস্নায় ভিজে ভিজে তারারা ফিরে চায়,
বুঝে নিও তুমি
শুধুই তুমি
এখনো কেউ তোমাকেই চায়।

যাত্রা...

কুলহীন পাথারে লাভ নেই তরী বেয়ে,
আসছে তুফান ধেয়ে
লাভ নেই দম নিয়ে দিয়ে ডুব সাগরে।

যাও ভাই ফিরে যাও,অসীমের সীমানায়
নত কর মাথারে।

তবু ওরা ভয়হীন দ্বিধা,
সংশয়হীন হোক
পথ যত হোক প্রাণ হয় গত হোক
মৃত্যুতে লিখিবে বিজয়ের গাথারে।

কিরে শালা...

কিরে শালা নেই কোন খোজ।
মেয়ে নিয়ে ঘোরা হচ্ছে রোজ?

বুকে আমার নাইবা থাকুক বেল,
মাতাল করা ভিনগ্রহী স্মেল।

ব্যায়াম করা হাত নাইবা হলো নরম,
দুষ্টু কথায় নাইবা পেলাম শরম।
তাই বলে কি হলাম আমি পর?

আমার কথা রাখিস মনে,
নইলে খাবি চড়।

দিন হতে দিনান্তে...

দিন হতে দিনান্তে আমি অপলক রয়েছি বসে-
রাত হতে রাত্রি শেষে তুমি আসবে-

কখন এসে দাড়াবে আমার স্বপ্ন মন্দিরে,
থাকবে আমার হৃদয়ের গহীন ভিতরে।

স্বপ্ন সেতো সুন্দর...

স্বপ্ন সে তো সুন্দর,
ছুয়ো না মলিন হবে।

জীবন সে তো গল্প,
লিখ না নষ্ট হবে।

মন সে তো মন্দির,
ভেঙোনা পাপ হবে।

বন্ধু সে তো বিহঙ্গ,
ভুল বুঝনা হারিয়ে যাবে।

যদি গভীর রাতে...

যদি গভীর রাতে কারো ডাক শুনে ঘুম ভেঙে যায়,
সে শুধু আমারই ডাক।

যদি ব্যাথার মেঘে শ্রাবণ ঝরে আঙিনায়
সে তো আমারই কান্না আর কারো নয়।

তুমি কি জানো....

তুমি কি জানো পাখি কেন ডাকে?
তোমার ঘুম ভাঙবে বলে।

তুমি কি জানো ফুল কেন ফুটে?
তুমি দেখবে বলে।

তুমি কি জানো আকাশ কেন কাঁদে?
তোমার মন খারাপ বলে।

কান্না হাসির দোল দোলানো....

কান্না হাসির দোল দোলানো পৌষ-ফাগুনের পালা,
তারি মধ্যে চিরজীবন বইব গানের ডালা-
এই কি তোমার খুশি, আমায় তাই পরালে মালা
সুরের-গন্ধ-ঢালা?।

আকাশের সবটুকু নীল মনের প্রান্তে ছড়িয়ে...

আকাশের সবটুকু নীল মনের প্রান্তে ছড়িয়ে,
আবির রংঙে পৃথিবীটাকে রাঙিয়ে,
সূর্যের সব আলোকছটা পাশাপাশি সাজিয়ে,
চাঁদের ওই লাজুক হাসিটা জোস্নার মায়াজালে বেধে,
সাগরের মন মাতাল করা গর্জন থামিয়ে...

আজ এই দিনে শুধু একটি কথাই বলতে চাই
--আমি তোমাকে ভালবাসি--

তোমরা আমার প্রাণ ভ্রমরা...

তোমরা আমার প্রাণ ভ্রমরা সকল কাজের গতি,
নিরুৎসাহীর সরব সম্মতি।
তোমরা আছো পাশে বলে হলেম আমি ব্রতি।

আল-বোরহান জুয়েল, রাজশাহী বিশ্ববিদ্যালয়

বাংলা এস এম এস

এস এম এস আমাদের জীবনে অনেক প্রভাব ফেলছে।
তাই তো আমার এই ব্লগে আমি বাংলা রোমান্টিক এস এম এস গুলো প্রকাশ করব।
ভূল ত্রুটি হতে পারে। ভুলগুলি অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি।

আমার এই এস এম এস গুলো হতে যদি একটুও মজা বা উপকার হয় তাহলেই আমি সার্থক।

আজ তোমারে দেখতে এলাম....


আজ তোমারে দেখতে এলাম অনেক দিনের পরে।
ভয় করো না, সুখে থাকো,বেশিক্ষন থাকব নাকো-
এসেছি দন্ড দু'য়ের তরে।
দেখব শুধু মুখ খানি, শুনব যদি শুনাও বাণী,
না হয় যাব আড়াল থেকে হাসি দেখে দেশান্তরে।।

গীতবিতান, রবী ঠাকুর।
Related Posts with Thumbnails