ফেসবুকে আমি

Bangla Poem & SMS on Facebook Join here & submit your sms, poems.

রাতের তারার মত নি:সঙ্গ আমার প্রেম...


রাতের তারার মত নি:সঙ্গ আমার প্রেম,
তুমিহীনা এই হৃদয় যেন কষ্টের এক ভাঙ্গা ফ্রেম;
আমি তোমার দেয়া ব্যাথা রেখেছি যতনে,
মেনে নিয়ে তোমার সব অভিযোগ, রয়েছি একা;
মাঝে মাঝে কিছু পুরনো সুখের সাথে হয় দেখা,
তবু আমি ভালবাসি শুধু তোমাকেই গোপনে।
মনে নিয়ে তোমার সব অনুরাগ, রয়েছি দূরে;
মাঝে মাঝে কিছু পুরনো স্মৃতি আমাকে যায় পুড়িয়ে।

2 comments:

জাহানারা হক বলেছেন...

সুন্দর তো। এটা কার কবিতা?

নাজমুল হাসান লানজু বলেছেন...

আসলে এটা একটা গানের কিছু অংশ।

একটি মন্তব্য পোস্ট করুন

Related Posts with Thumbnails