নইতো ইদুর নইতো বাদুর,
নইতো পেঁচা কিংবা বিড়াল,
আমি যখন জেগে উঠি সূর্যটা-
হয়ে যায় যে আড়াল ।
সারা রাত্রি জেগে থাকি-
সবার অগোচর, আমি এক নিশাচর।
আধারে আমার চলাফেরা,
আধারে আমার জীবন,
আধার দিয়েই আলোকিত-
আমার রহস্য ভূবন,
আধারে কেউ ভাগ বসালে-
থাকবেনা তার ধর, আমি এক নিশাচর।
প্রেত আত্না সব চামচা আমার
ভূতেরা বস ডাকে,
সব পরীদের বয়ফ্রেন্ড আমি-
ভয়টা পাবো কাকে?
সারা দুনিয়া ঘুরে বেড়াই-
হাওয়ায় করে ভর,
আমি এক নিশাচর।
নইতো পেঁচা কিংবা বিড়াল,
আমি যখন জেগে উঠি সূর্যটা-
হয়ে যায় যে আড়াল ।
সারা রাত্রি জেগে থাকি-
সবার অগোচর, আমি এক নিশাচর।
আধারে আমার চলাফেরা,
আধারে আমার জীবন,
আধার দিয়েই আলোকিত-
আমার রহস্য ভূবন,
আধারে কেউ ভাগ বসালে-
থাকবেনা তার ধর, আমি এক নিশাচর।
প্রেত আত্না সব চামচা আমার
ভূতেরা বস ডাকে,
সব পরীদের বয়ফ্রেন্ড আমি-
ভয়টা পাবো কাকে?
সারা দুনিয়া ঘুরে বেড়াই-
হাওয়ায় করে ভর,
আমি এক নিশাচর।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন