অপেক্ষায় দিন চলে যায়,রাত পোহায়
অপেক্ষা নতুন কিছুর জন্য
অপেক্ষায় চোখের নিদ্রা সুদূরে পালায়
অপেক্ষা নতুন দিনের জন্য
ঘন অন্ধকার থেকে আলোতে আসার সময়
বহুদূরে সুদিন তোমার পানে চেয়ে রয়
একাকী এ পথ মনে হয় ফুরাবার নয়
সব মঙ্গল চাওয়া যদি একবার সত্যি হয়!
সপ্ন শুধু সপ্নই থেকে যায়
নিঝুম রাতের কান্না হঠাৎ থেমে যায়
দীর্ঘশ্বাস ছেড়ে দিয়ে নতুন কামনায় দিন শুরু হয়
দিগন্তের ঐ সীমানায় মন হারাতে চায়
এখনও প্রতীক্ষা নতুন কিছুর জন্য
মনের এই চাওয়া পূর্ণ হয়ে আনুক পুণ্য
অপেক্ষা নতুন কিছুর জন্য
অপেক্ষায় চোখের নিদ্রা সুদূরে পালায়
অপেক্ষা নতুন দিনের জন্য
ঘন অন্ধকার থেকে আলোতে আসার সময়
বহুদূরে সুদিন তোমার পানে চেয়ে রয়
একাকী এ পথ মনে হয় ফুরাবার নয়
সব মঙ্গল চাওয়া যদি একবার সত্যি হয়!
সপ্ন শুধু সপ্নই থেকে যায়
নিঝুম রাতের কান্না হঠাৎ থেমে যায়
দীর্ঘশ্বাস ছেড়ে দিয়ে নতুন কামনায় দিন শুরু হয়
দিগন্তের ঐ সীমানায় মন হারাতে চায়
এখনও প্রতীক্ষা নতুন কিছুর জন্য
মনের এই চাওয়া পূর্ণ হয়ে আনুক পুণ্য
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন