আমি আজও তোমার প্রতীক্ষায় বসে আছি
আমার সময় আজও স্থির হয়ে আছে সে মূহুর্তের জন্য,
হৃদয়ের সরনির বাকেঁ বাকেঁ আজও খুঁজি তোমায়
তোমার আশায় থেকে থেকে হয়ে যাই আমি বন্য।
রাতের আধাঁরের মিষ্টি আভা এখনও আছে আগের মত
এখনও রুদ্র তাপে দিনের আলোয় সূর্য উঠে,
এখনও সব ঠিক সেরকমই আছে যে রকম আগে ছিল
শুধু তুমি নেই,তুমি ছাড়া সব বিষণ্ণ হয়ে উঠে।
বিষাদের সুর মনে বেজে উঠে
বারবার এই হৃদয়ের রাজত্ব ভেঙে চুরে যায়;
শূণ্য এই মনের জানালা দিয়ে লু হাওয়া বয়ে যায়
একটুকু শান্তির পরশ এই মন পেতে চায়।
আজও তোমার প্রতি নিবেদন ফিরে এসো
আমায় ক্ষমা করে দিয়ে কাছে থেকো।
আমার সময় আজও স্থির হয়ে আছে সে মূহুর্তের জন্য,
হৃদয়ের সরনির বাকেঁ বাকেঁ আজও খুঁজি তোমায়
তোমার আশায় থেকে থেকে হয়ে যাই আমি বন্য।
রাতের আধাঁরের মিষ্টি আভা এখনও আছে আগের মত
এখনও রুদ্র তাপে দিনের আলোয় সূর্য উঠে,
এখনও সব ঠিক সেরকমই আছে যে রকম আগে ছিল
শুধু তুমি নেই,তুমি ছাড়া সব বিষণ্ণ হয়ে উঠে।
বিষাদের সুর মনে বেজে উঠে
বারবার এই হৃদয়ের রাজত্ব ভেঙে চুরে যায়;
শূণ্য এই মনের জানালা দিয়ে লু হাওয়া বয়ে যায়
একটুকু শান্তির পরশ এই মন পেতে চায়।
আজও তোমার প্রতি নিবেদন ফিরে এসো
আমায় ক্ষমা করে দিয়ে কাছে থেকো।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন