ফুলটাকে ভুল করে ছিঁড়ে
কী করিব জাগে সংশয় ;
তোমার খোপার কালো ভীড়ে
সার্থক তার পরিচয়।
তাই তো সেখানে দেই গুঁজে,
সুবাস ছড়ায় দেখ তার ;
জীবনের মানে পাই খুঁজে -
খুঁজে পাই পথ শুধু সম্ভাবনার।
ফুল আর নারী, নারী আর ফুল।
বার বার আমি যেন করি এই ভুল।
- আল বোরহান
কী করিব জাগে সংশয় ;
তোমার খোপার কালো ভীড়ে
সার্থক তার পরিচয়।
তাই তো সেখানে দেই গুঁজে,
সুবাস ছড়ায় দেখ তার ;
জীবনের মানে পাই খুঁজে -
খুঁজে পাই পথ শুধু সম্ভাবনার।
ফুল আর নারী, নারী আর ফুল।
বার বার আমি যেন করি এই ভুল।
- আল বোরহান
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন