ইচ্ছে করে অনেক দূরে
জনবসতিকে ছেড়ে ছুড়ে
সেই প্রান্তরে যাই,
যেখানে ভরা গাছপালায়
আর সবুজের অবাধ মেলায়
জন মানব বিশেষ নাই।
যেখানে শ্যামল বন
আর তার মন
ছড়িয়ে দিয়ে প্রাণের স্পন্দন
ভরিয়ে তোলে আকাশ বাতাস,
তিরতির করে পাতাগুলো কেঁপে
প্রকৃতিতে দেয় নিজেদের সঁপে
ঝরে পড়ার পূর্বাবধি
এমনই সে বিশ্বাস।
হিসেবের তবু ইচ্ছে জাগে মনে
কি পাব কি দিয়ে বিপণনে
শান্তি আসবে কোলাহলের স্থানে
আর বিশ্বাসঘাতকতা
শব্দটা হবে দুর্লভ,
নগর সভ্যতার আনাচে কানাচে
যে চাকচিক্য ঘুরছে জীবনে
বঞ্চিত হয়ে তা থেকে ক্ষণে
শুধু শোনা যাবে পাখীর কলরব।
- অরুণ কারফা।
জনবসতিকে ছেড়ে ছুড়ে
সেই প্রান্তরে যাই,
যেখানে ভরা গাছপালায়
আর সবুজের অবাধ মেলায়
জন মানব বিশেষ নাই।
যেখানে শ্যামল বন
আর তার মন
ছড়িয়ে দিয়ে প্রাণের স্পন্দন
ভরিয়ে তোলে আকাশ বাতাস,
তিরতির করে পাতাগুলো কেঁপে
প্রকৃতিতে দেয় নিজেদের সঁপে
ঝরে পড়ার পূর্বাবধি
এমনই সে বিশ্বাস।
হিসেবের তবু ইচ্ছে জাগে মনে
কি পাব কি দিয়ে বিপণনে
শান্তি আসবে কোলাহলের স্থানে
আর বিশ্বাসঘাতকতা
শব্দটা হবে দুর্লভ,
নগর সভ্যতার আনাচে কানাচে
যে চাকচিক্য ঘুরছে জীবনে
বঞ্চিত হয়ে তা থেকে ক্ষণে
শুধু শোনা যাবে পাখীর কলরব।
- অরুণ কারফা।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন