নিশুতি রাত জেগে,
শিশির ঝরে টিনের চালায়,
টুপটাপ টুপটাপ,
শিশিরের শব্দ,
বকুলের গন্ধ।
মাঝ রাতে মিটিমিটি
আলো জ্বলে কার ঘরে?
আধো জাগ্রত,
আধো ঘুম ঘুম চোখে,
কে যেন আসে,
আমার স্বপ্নের মাঝে।
আধার রাতে,
পারিনা তারে চিনতে,
কথা হয় না তার সাথে,
চায়না সে পিছু ফিরে।
ভোর বেলা দার খুলে,
চেয়ে দেখি চোখ মেলে,
কার যেন পদ চিহ্ন?
আমার বকুল তলাতে!!!
শিশির ঝরে টিনের চালায়,
টুপটাপ টুপটাপ,
শিশিরের শব্দ,
বকুলের গন্ধ।
মাঝ রাতে মিটিমিটি
আলো জ্বলে কার ঘরে?
আধো জাগ্রত,
আধো ঘুম ঘুম চোখে,
কে যেন আসে,
আমার স্বপ্নের মাঝে।
আধার রাতে,
পারিনা তারে চিনতে,
কথা হয় না তার সাথে,
চায়না সে পিছু ফিরে।
ভোর বেলা দার খুলে,
চেয়ে দেখি চোখ মেলে,
কার যেন পদ চিহ্ন?
আমার বকুল তলাতে!!!
1 comments:
wow.... onk sondor.
একটি মন্তব্য পোস্ট করুন