যখন তোমার মাঝে আমি আমার ছায়া দেখি,
তুমি তখন বললে হেসে-"পাগল হওয়ার বাকি"
পাগল আমি হয়েই আছি, বুঝতে কি পাও তুমি?
আমার হৃদয় তুমি হীনা শূণ্য মরুভূমি।
তাই কি তুমি ওইরা গেলে শূণ্যে মেলে ডানা?
স্বপ্নে শুধু তোমায় দেখি,
ছুঁইতে গেলে মানা।
-সাকিব আহমেদ।
Huge Collection of Bangla Romantic Poem, SMS
1 comments:
nice, thank you 4 sharing
একটি মন্তব্য পোস্ট করুন