সঞ্চারিত হাজার আশা হে শুভ নববর্ষ
আশা করি বিশ্বাসে আসবে শান্তি চিত্তে আসবে হর্ষ।
বিগত দিনের গ্লানিময়তাই জীবন হয়েছে তীক্ত,
তোমার নব ঝর্ণা ধারায় কর এ জীবন সিক্ত।
গৌরদ্যান হাজার ফুলের যেথা আছে মরুভূমি,
হৃদয় থেকে ওঠে আশা সুর শূভেচ্ছা নিও তুমি।
-আল বোরহান।
Huge Collection of Bangla Romantic Poem, SMS
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন