সারাদিন হলো পার
পথে পথে ঘুরে।
ক্লান্ত আমার দুচোখ
মায়াবি প্রকৃতি দেখে দেখে।
দেখেছি আমি ভোরের সূর্য;
প্রজাপতির মেলা।
গ্রাম্য কিশোরীর অবাধ সাতার;
কলসী কাঁধে বধূদের জল তোলা।
দেখেছি আমি শেষ বিকালের সূর্য।
সাদা গাং চিল এর ঘোরাফেরা।
উত্তাল সমুদ্রের শান্ত জলের ঢেউ ঢেউ খেলা করে।
দেখেছি আমি আনমনেই।
ক্লান্ত কৃষানের ঘোরাফেরা;
পৃথিবীর বুকে সন্ধ্যা ঘনিয়ে আসা।
অবশেষে অবিশ্রান্ত চোখ দুটো
আসে বুঝে দুর্নিবার ঘুম।
অনেক হলো, সাঙ্গ করে সব খেলা
এবার বুঝি আমার ঘরে ফেরার পালা।
পথে পথে ঘুরে।
ক্লান্ত আমার দুচোখ
মায়াবি প্রকৃতি দেখে দেখে।
দেখেছি আমি ভোরের সূর্য;
প্রজাপতির মেলা।
গ্রাম্য কিশোরীর অবাধ সাতার;
কলসী কাঁধে বধূদের জল তোলা।
দেখেছি আমি শেষ বিকালের সূর্য।
সাদা গাং চিল এর ঘোরাফেরা।
উত্তাল সমুদ্রের শান্ত জলের ঢেউ ঢেউ খেলা করে।
দেখেছি আমি আনমনেই।
ক্লান্ত কৃষানের ঘোরাফেরা;
পৃথিবীর বুকে সন্ধ্যা ঘনিয়ে আসা।
অবশেষে অবিশ্রান্ত চোখ দুটো
আসে বুঝে দুর্নিবার ঘুম।
অনেক হলো, সাঙ্গ করে সব খেলা
এবার বুঝি আমার ঘরে ফেরার পালা।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন