ধূসর জীবনের নীলাভ কষ্টগুলো নিয়ে
জীবন যাচ্ছিল যথার্থ নিয়মে।
এখন আর কালো মেঘের ঘন ঘটা
মোটেই করেনা ব্যথীত,
এইটাইতো আমার পোড়া জীবন
এটাই সেই নীতি।
তুমি এখন বেশ বদলে গেছো
হয়ে গেছো অন্যের
আছ মনে হয় বেশ সুখেই
তাইতো সেই ছিপ ছাপ গড়নের তুমি
এখন বেশ মুটিয়ে গেছো
বয়স খানিক বেড়েছে...
কিংবা হয়তো কমে এসেছে।
তবুও পারেনি তোমার সৌন্দর্য কেড়ে নিতে
একটিও চুল পাকেনি-
নুইয়ে পড়েনি নরম চামড়া
সব সুখ যেন উপচে পড়ছে
তোমার স্বর্ণদুয়ারে।
আর এই আমি অতি সাধারন
ভবঘুরে জীবন
বাশের সাকো বেয়ে চলছে মোটামোটি
কাচা-পাকা চুল
চোখে পাওয়ার
নরম হয়ে এসেছে গলার স্বর
আজকাল কাশিটা ভীষন বেড়েছে
এতকাল পর আবার কয়েক মিনিট দেখা
তুমি আজ অন্যের
আমি কিন্তু সেই একাই-একা।।
জীবন যাচ্ছিল যথার্থ নিয়মে।
এখন আর কালো মেঘের ঘন ঘটা
মোটেই করেনা ব্যথীত,
এইটাইতো আমার পোড়া জীবন
এটাই সেই নীতি।
তুমি এখন বেশ বদলে গেছো
হয়ে গেছো অন্যের
আছ মনে হয় বেশ সুখেই
তাইতো সেই ছিপ ছাপ গড়নের তুমি
এখন বেশ মুটিয়ে গেছো
বয়স খানিক বেড়েছে...
কিংবা হয়তো কমে এসেছে।
তবুও পারেনি তোমার সৌন্দর্য কেড়ে নিতে
একটিও চুল পাকেনি-
নুইয়ে পড়েনি নরম চামড়া
সব সুখ যেন উপচে পড়ছে
তোমার স্বর্ণদুয়ারে।
আর এই আমি অতি সাধারন
ভবঘুরে জীবন
বাশের সাকো বেয়ে চলছে মোটামোটি
কাচা-পাকা চুল
চোখে পাওয়ার
নরম হয়ে এসেছে গলার স্বর
আজকাল কাশিটা ভীষন বেড়েছে
এতকাল পর আবার কয়েক মিনিট দেখা
তুমি আজ অন্যের
আমি কিন্তু সেই একাই-একা।।
1 comments:
জট্টিল.... ভাই এইরকম আরো কবিতা চাই।
একটি মন্তব্য পোস্ট করুন