কোন অভাগা বুকের মাঝে-
পুষছে আজো দীর্ঘশ্বাস?
হাজার রকম দূ:খ ভরা-
মনটা নিয়ে কোথায় যাস?
একটু ভাবিস দূ:খ গুলো শক্তি কোথায় পায়?
তোরই সৃষ্টি হতাশা গুলো তোকেই কুড়ে খায়!
কি লাভ তাতে? যাত্রা শুরুর আগেই যদি তা নাস্তি হয়,
নতুন রকম ভাবলে যদি মনের উপর শাস্তি হয়।
জীবনটা তোর, আর কারো নয়,
কেউ জানেনা শক্তি তোর,
নিজেকে যদি বুঝতে পারিস- কেটেই যাবে মিথ্যে ঘোর।
নানান জনের নানান মতে ঘটবে দ্বিধার আগ্রাসন,
বুঝতে হবে যুঝতে হবে, লক্ষ্য হবে সিংহাসন।
স্বপ্ন যেটা চোখেই ছিল, শিরায় শিরায় ছড়িয়ে যাক,
স্বপ্ন যেন ছোট না হয়, না-ই বা তাতে যুক্তি থাক।
সব কাজেতেই বন্ধু হবে, নিজের উপর আস্থাটা,
যোগ্য পথিক হলেই পরে, খুজবে তোকে রাস্তাটা।
কালবোশেখীর দানবীয় নয়, তেজ যেন হয় সূর্যসম,
প্রতিবাদের ডাক যেন হয় মহাপ্রলয়ের তূর্যসম।
পুষছে আজো দীর্ঘশ্বাস?
হাজার রকম দূ:খ ভরা-
মনটা নিয়ে কোথায় যাস?
একটু ভাবিস দূ:খ গুলো শক্তি কোথায় পায়?
তোরই সৃষ্টি হতাশা গুলো তোকেই কুড়ে খায়!
কি লাভ তাতে? যাত্রা শুরুর আগেই যদি তা নাস্তি হয়,
নতুন রকম ভাবলে যদি মনের উপর শাস্তি হয়।
জীবনটা তোর, আর কারো নয়,
কেউ জানেনা শক্তি তোর,
নিজেকে যদি বুঝতে পারিস- কেটেই যাবে মিথ্যে ঘোর।
নানান জনের নানান মতে ঘটবে দ্বিধার আগ্রাসন,
বুঝতে হবে যুঝতে হবে, লক্ষ্য হবে সিংহাসন।
স্বপ্ন যেটা চোখেই ছিল, শিরায় শিরায় ছড়িয়ে যাক,
স্বপ্ন যেন ছোট না হয়, না-ই বা তাতে যুক্তি থাক।
সব কাজেতেই বন্ধু হবে, নিজের উপর আস্থাটা,
যোগ্য পথিক হলেই পরে, খুজবে তোকে রাস্তাটা।
কালবোশেখীর দানবীয় নয়, তেজ যেন হয় সূর্যসম,
প্রতিবাদের ডাক যেন হয় মহাপ্রলয়ের তূর্যসম।
রুসান আহমেদ আবির
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন