জানিনা সেদিন কি আসবে আবার জীবনে আমার,
হাজার ফুলের রঙিন জলসায় ডাকবে কি সুখ পাখি বারে বার।
স্বপ্ন ভেসে যায় এখনো কতনা রাত্রি,
খালি মন যেন অজানা পথের যাত্রী।
হারানো অতীত দেয় যে শুধু একরাশ হাহাকার,
অশ্রু ভেজা চোখ কেবলি রয়েছে আশায়;
বেদনায় মন কাদে হারানো ভালোবাসায়,
স্মৃতির রেখায় পাই যে খুজে শুধু অন্ধকার।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন