ভালোবাসি তোমায়
সত্যি কি মিথ্যা
জানি না;
ভালোবাসি তোমায়
পাব কি পাব না
তা নিয়ে ভাবি না;
ভালোবাসি তোমায়
হৃদয় জানে
তুমি জান না;
ভালোবাসি তোমায়
নীল আকাশে তুমি
তোমায় ছোঁয়া যায় না;
ভালোবাসি তোমায়
ছায়া হয়ে থেকো তুমি
কী পারবে না???
রাজিব ভূইয়া
Huge Collection of Bangla Romantic Poem, SMS
1 comments:
Jotil poem
একটি মন্তব্য পোস্ট করুন