ফেসবুকে আমি

Bangla Poem & SMS on Facebook Join here & submit your sms, poems.

পথ শিশুদের ঈদ

অনেক দিন চোখ বুলানো হয়না
শহরের ব্যস্ত পথগুলোতে;
হয়না দেখা আনমুখ হয়ে
ফুটপাতের ছেলে মেয়ে গুলিকে।

অনেক দিন রিক্সাযোগে
হয়না ঘরে ফেরা;
কেনা হয়না রাস্তা থেকে
কাঁচা বেলি ফুলের মালা।

দেখলাম দুইদিন আগে
বাংলা একটি ব্লগে;
পথশিশুরা মরছে খেটে...
ধূলি বালুময় পথে।

হয়তবা, আমাদের ঈদ হবে
নানান আয়োজনে,
আর ওদের দিনটি কাটবে;
পথে পথে ঘুরে।

আমরা কি পারি না?
ওদের কে নিয়ে ভাবতে?
আনন্দময় একটি ঈদ
ওদের উপহার দিতে?

ডিজিটাল বাংলাদেশ এর
এই অবস্থা পথ শিশুদের,
“বন্ধ করুন শিশু শ্রম”
এইটাই হোক “রাজনৈতিক ইস্যু”
আমাদের সকলের। 

Mahjuba Dipa

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

Related Posts with Thumbnails