ফেসবুকে আমি

Bangla Poem & SMS on Facebook Join here & submit your sms, poems.

মোহনা

এই হাজারো সাগরো ভিরে
সহস্র নদীর তীরে
পড়ন্ত শেষ বিকেলে
পল্লব ভূমির দূরে
কল্পিত কায়ার মাঝে
ছন্দিত মায়ার সুরে
বিনিদ্র আখিঁর পলে
অন্তিম রাঙ্গা জলে
খুঁজে ফিরি তোমায়
তুমি যে বেঁধেছ মোরে
অচিন মোহনায়!!!

শত অনিশ্চয়তার মাঝে
চমকিত নীলাভ সাঁঝে
চাহি্নু অদূ্রেতে
কর্ণে মৃদু ঝংকার বাজে
অমৃত সুধার খোঁজে
হেটেছিনু বহু পথ
ছন্দের অন্তরালে
ভয়ঙ্কর শাপদ

খুঁজিয়া পাইতে তারে
হারাইনি কখনো যারে
সে যে ধরা দিলোনা মোরে
তবুও প্রবল শোরে
আমি খুঁজে ফিরি তারে
মোহনায় যে বেধেঁছে আমায়
অসীম আধাঁরে।

কত নিষঠুর এ মন
কাটে না জীবন
পড় যে স্মরণে
যাতনায় অবগাহন
মনেরী আধাঁরে
নিশ্চল কুটিরে
শোণিত বায়ু বয়
তাহারই মাঝে
কল্পিত স্মরে
কে যেন কি কয়!!

শুনিতে তাহা
কাটে যে বেলা
মনেরী মাঝে সে
করে যে খেলা
সুপ্ত মনির মুক্তো মালা
পড়ে যে গলে
দিবারাত্রি তাতে
আগুন জলে
এই ঝড়েরই মাঝে
মন যে কারে চায়
সে যে বেধেঁছে মোরে
অচিন মোহনায়।।

5 comments:

নামহীন বলেছেন...

wow

নামহীন বলেছেন...

onak jotil poem. i like it very much........

নামহীন বলেছেন...

vhai ata ki krlen!!!!!ak nombor amr namer banan bhul...ar sob ceye boro kotha amr poem pura ulta palta kre felsen...apni poemta niche niche porsen..sebhabei post krsen...but poemta pasaha pashi hbe.....ay hay vaye...amr poem ar chondo purai break kre disen...

নামহীন বলেছেন...

Atlast sundor kre publishe holo poemta...thankss...

Nazmul Hasan Lanju বলেছেন...

Thnx all. Asole ami bujte pari nai. I m really very sorry for that.

একটি মন্তব্য পোস্ট করুন

Related Posts with Thumbnails