ফেসবুকে আমি

Bangla Poem & SMS on Facebook Join here & submit your sms, poems.

কার ভাবনায় দোলল আজি আমার মাতাল মন...

কার ভাবনায় দোললো আজি আমার মাতাল মন?
তাইতো কেবল উদাস হয়েই আছি সারাক্ষণ।
আমার মনের অবুঝ বনের সবুজ পাতার মাঝে,
দিন রজনী অচিন সুখে কার বাঁশরী বাজে?
কার ভাবনায় উত্থাল পাথাল অসীম লোকান্তর?
আসবে কি সে ছুইতে আমার ছন্নছারার ঘর?
-সাকিব আহমেদ।

শুভ নববর্ষ

সঞ্চারিত হাজার আশা হে শুভ নববর্ষ
আশা করি বিশ্বাসে আসবে শান্তি চিত্তে আসবে হর্ষ।
বিগত দিনের গ্লানিময়তাই জীবন হয়েছে তীক্ত,
তোমার নব ঝর্ণা ধারায় কর এ জীবন সিক্ত।
গৌরদ্যান হাজার ফুলের যেথা আছে মরুভূমি,
হৃদয় থেকে ওঠে আশা সুর শূভেচ্ছা নিও তুমি।
-আল বোরহান।

যে চিঠির জন্য আল বোরহান পুরস্কৃত হলো...

মাননীয় সংসদ সদস্য,
ফরিদপুর-১
(মধুখালী, বোয়ালমারী ও আলফাডাংগা উপজেলা)

আশা করি ভালো আছেন। আমি আপনার এলাকার সন্তান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজীতে পড়ছি। অদ্ভুত শোনালেও বলছি। আমার ২০২১ সালের স্বপ্ন হল ৯-১০ বছরের এক মেয়ের বাবা হওয়া। সেই স্বপ্নের নিচের ই-মেইলটা যা আমার মেয়ে ২০২১এর কোন এক বিকালে তার বন্ধুকে পাঠাবে :

পারু,
আমার মনটা খারাপ। বকুল আপার বিয়েটা এর কারণ। ওর খারাপ বাবাটা মাত্র ১৪বছর বয়সে ওকে বিয়ে দিয়ে দিয়েছে। ওদেরকে একঘরে করে গ্রামের লোকজন ঠিকই করেছে। গত শুক্রবার মধুখালীর এক স্কুলে ইংরেজি ডিবেট দেখতে গিয়েছিলাম। বাবা মডারেটর ছিলেন। ভালই লেগেছিল। তবে অনেক কথা বুঝতে পারিনি। বাবা বলেছেন বড় হলে বুঝতে পারব। ঐ দিন বিকালে ময়না স্টেডিয়ামে ফুটবল খেলা ছিল। বাবার সাথে গিয়েছিলাম। মাঠে প্রচুর দর্শক ছিল। স্থানীয় সাংসদ খেলাটি দেখতে এসেছিলেন। পরে তিনি তামান্না আপুর গণ সংবর্ধনায় যোগ দেন। আমার তখন খুব হিংসে হচ্ছিল। দেখে নিস, আমিও একদিন বিশ্ব গণিত অলিম্পিয়াডে মেডেল জিতবো। আজ দুপুরে তোরাব দাদু এসেছিলেন। তিনি আমার সাথে তোর ইমেলটি পড়তে লাগলেন। 'Joy' কে পড়লেন জুই আর 'Love' কে একবার লোভ আরেকবার লোভী। আমি তো হেসে গড়াগড়ি। পরে দাদুকে সঠিক উচ্চারন শিখালাম। জেনে খুশি হবি যে, তিনিই ময়না ইউনিয়নের একমাত্র নিরক্ষর ব্যক্তি ছিলেন। আগামী সপ্তাহে স্কুল বন্ধ। বাবার সাথে তাই তার বিশ্ববিদ্যালয় দেখতে যাচ্ছি। বোয়ালমারী থেকে ট্রেনে উঠবো। সোজা রাজশাহী, আজ উঠছি। বাবা ডাকছেন। ঢাকার খবর জানিয়ে মেইল করিস। ভালো থাকিস।
-সেরিন।

পুনশ্চ: আজ আমাদের এলাকায় একজন ভিক্ষুক এসেছিল, তার ছবি এবং তোর কথামত শুকাতে দেয়া পাটের ছবি পাঠালাম। (এ বছর এলাকার সব পাট আলফাডাঙ্গা সমবায় পাটকলে পাঠানো হবে, হাটে বিক্রি হবে না)

মহোদয়, ই-মেইলটির ভবিষ্যত জানিনা। আমাদের বর্তমান জানি। বই নিয়ে ব্যস্ত থাকার সময়ে আমরা অসুস্থ সন্তানের জন্য পানি পড়া আনতে ব্যস্ত থাকি। এলাকায় কারেন্ট না আসলেও আমাদের আক্ষরিক কম্পিউটার (ক্যালকুলেটর) সচল থাকে। ইংরেজী আমাদের কাছে ভিন গ্রহের সাংকেতিক ভাষা। গণিত অলিম্পিয়াডে কয়শো মিটার দৌড়াতে হয় সে কথা ভেবে মাথা চুলকাই। মেয়েকে স্কুলে পাঠাই বিয়ের বাজারে কদর বাড়াতে। তাকে বাধ্য করি মাতৃত্ব বোঝার আগেই একপাল বোঝা (অপুষ্ট শিশু) সৃষ্টিতে। এ অঞ্চলে 'কল' (টিউবওয়েল) এবং 'কারখানা' (বেকারী) আছে। কলকারখানা নেই। কাগজ কলমে বয়স্ক শিক্ষা থাকলেও বুড়ো বয়সের ভীমরতি নেই। রেল লাইন আছে, যথারীতি রেলগাড়ি নেই। আর আছে শত শত ক্রীড়ামুদে তরুন প্রাণ। নেই খেলাধূলার পর্যাপ্ত সুযোগ সুবিধা। তাইতো তালগাছের ধারালো বাঁকলে ফুটবলের সাথে তারাও চুপসে যায়। কিন্তু আমি চুপসে যেতে চাইনা। কেননা অতীত সমালোচনায় আর বর্তমান ধোঁয়াশা হলেও ভবিষ্যত স্বপ্নিল। সেই স্বপ্নিল ভবিষ্যতে আমার মেয়ের ই-মেইলটা যেন শুধু স্বপ্ন না থাকে সেই স্বপ্নের কথা বলে যেতে চাই। ভাল থাকবেন।

ইতি আল বোরহান
মিতা ছাত্রাবাস, রুম-৬০৩
বিনোদপুর, রাজশাহী।

যখন তোমার মাঝে আমি আমার ছায়া দেখি...

যখন তোমার মাঝে আমি আমার ছায়া দেখি,
তুমি তখন বললে হেসে-"পাগল হওয়ার বাকি"
পাগল আমি হয়েই আছি, বুঝতে কি পাও তুমি?
আমার হৃদয় তুমি হীনা শূণ্য মরুভূমি।
তাই কি তুমি ওইরা গেলে শূণ্যে মেলে ডানা?
স্বপ্নে শুধু তোমায় দেখি,
ছুঁইতে গেলে মানা।

-সাকিব আহমেদ।

ভালোবাসা দাও চুল পরিমান

ভালোবাসা দাও চুল পরিমান,
ভালোবাসা নাও আকাশ সমান।
আমায় নিয়ে ভাব একটুক্ষণ,
তোমায় নিয়ে ভাবতে দাও মৃত্যু অবধি।
-রাশেদুল ইসলাম।

আমার আকাশ আধার কালো

আমার আকাশ আধার কালো,
তোমার হাতে চন্দ্র তারা;
তোমার মাঝে আমার আমি,
বিলিয়ে দিয়ে আত্মহারা।
কষ্টগুলো লুকিয়ে রেখে আনন্দেতে পাগলপারা
তাই তো আমি ছন্নছাড়া।
-সাকিব আহমেদ
Related Posts with Thumbnails