ফেসবুকে আমি

Bangla Poem & SMS on Facebook Join here & submit your sms, poems.

We Want Justice

সময়ের ব্যবধানে
সত্য ভুলে গেছে মানুষ।
এখন শুধু সমেবদনা,
নেই কোন আপসোষ,
এখন শুধু সান্তনা।
শহীদের কবরে কাঁদে তার শিশু
কাঁদে মা,কাঁদে তার প্রিয়তম স্ত্রী।
শহীদরা হয়ে গেল
এখন শুধু স্মৃতি।
সময়ের হাতে মেনেছি হার,
আমরা হতবাক,
কারোর কিছু নেই বলবার।
মনে মনে শুধু এই বলি,
আমরা এমনি।

মাহী ফারহানা

স্বপ্নে...

সুন্দর,তুমি এসেছিলে আজ প্রাতে
অরুণবরন পারিজাত লয়ে হাতে।
নিদ্রিত পুরী,পথিক ছিল না পথে,
একা চলি গেলে তোমার সোনার রথে-
বারেক থামিয়া,মোর বাতায়নপানে
চেয়েছিলে তব করুণ নয়নপাতে।।

কতবার আমি ভেবেছিনু,'উঠি উঠি,
আলস ত্যজিয়া পথে বাহিরাই ছুটি।'
উঠিনু যখন তখন গিয়েছ চলে-
দেখা বুঝি আর হল না তোমার সাথে।।

সাইদ জামান
তিনধরিয়া ১৭ জ্যৈষ্ঠ্ ১৩১৭

মেঘলা ভালবাসা-

ষ্টেশনের প্লাটফর্মে বসে আছি
প্রতীক্ষা আন্তঃনগর তূর্না নিশীতা,
হৃদয় ক্যানভাসে জাগরুক স্মৃতিগুলো
আমাকে প্রশ্নবিদ্ধ করছে সব না পাওয়ায়।
হতাশা আর ব্যর্থতা আমাকে খাবলে খাচ্ছে
বৃথা মনে হচ্ছে জীবনের সবকটা অলিগলি।
হারিয়ে গেছে সব সুর, কবিতা এলোমেলো হয়ে আছে
ছন্দগুলো আজ মিলছে না। শুধু মন-
এই মনটাই আজ বার বার পুড়ছে,
দহনে-দহনে আমাকে নিঃসাঢ় করে দিয়েছে
প্রকাশ করার সাহস আমাকে এনে দিয়েছে
ব্যর্থতার প্রথম সোপান।
সত্যি সেলুকাস বিচিত্র এই সভ্যতা
কষ্টের পূর্ণতায় নষ্ট হয়ে গেলো
আমার প্রথম অনুভূতি।



রচনাকাল: ০৫.০৮.২০০২
(চট্টগ্রাম রেলওয়ে ষ্টেশন)
উৎসর্গঃ আকাশ

কিসের এত দুঃখ তোমার

যখন আমার হাতে রেখেছো হাত
হৃদয়ে দিয়েছ হৃদয়
তাহলে কিসের এত দুঃখ তোমার
সেদিন তোমাকে দিলুম দু পৃষ্টে ভরে চিঠি
তুমি কেন দিলে বিনিময়ে-
সাদা কাগজ, নীল খাম
তোমাকে দিয়েছিলাম পৃথিবীর সবচেয়ে নিস্পাপ হাসি
তুমি ফিরিয়ে দিলে এক বুক চাপা কান্না
কেন ফিরিয়ে দিলে আমার ভালবাসার একগুচ্ছ রজনীগন্ধা
তাহলে ফুল কি তোমাকে আকর্ষিত করেনা?
জানালার গ্রিল ধরে আনমনে
সারাদিন কেন শোন ঐ দূর আকাশ থেকে
ভেসে আসা করুন সুরের বেহালা
তবে কি তোমার সব সুখ
ঐ সর্বগ্রাসী পদ্মার অতলে বিসর্জিত করেছো?


২৫.০৬.২০০৪
(শহীদ মিনার, শাহজালাল বিশ্ববিদ্যালয়)

আমার আকাশে কখনো মেঘ জমে না

আমার আকাশে কখনো মেঘ জমে না,বৃষ্টি হয় না
অথচ সেই আমি বৃষ্টিতে ভিজি,বৃষ্টি আমাকে কাঁদায়;
সে বৃষ্টির দু'ফোটা জল শুধু তোমার জন্য।
বুঝে নিও বৃষ্টিতে কাকভেজা হতে গিয়ে
কেন দু'চোখ জুড়ে বর্ষা নামে।


Tuli Sahadat

কত কাল পর দেখা

ধূসর জীবনের নীলাভ কষ্টগুলো নিয়ে
জীবন যাচ্ছিল যথার্থ নিয়মে।
এখন আর কালো মেঘের ঘন ঘটা
মোটেই করেনা ব্যথীত,
এইটাইতো আমার পোড়া জীবন
এটাই সেই নীতি।
তুমি এখন বেশ বদলে গেছো
হয়ে গেছো অন্যের
আছ মনে হয় বেশ সুখেই
তাইতো সেই ছিপ ছাপ গড়নের তুমি
এখন বেশ মুটিয়ে গেছো
বয়স খানিক বেড়েছে...
কিংবা হয়তো কমে এসেছে।
তবুও পারেনি তোমার সৌন্দর্য কেড়ে নিতে
একটিও চুল পাকেনি-
নুইয়ে পড়েনি নরম চামড়া
সব সুখ যেন উপচে পড়ছে
তোমার স্বর্ণদুয়ারে।
আর এই আমি অতি সাধারন
ভবঘুরে জীবন
বাশের সাকো বেয়ে চলছে মোটামোটি
কাচা-পাকা চুল
চোখে পাওয়ার
নরম হয়ে এসেছে গলার স্বর
আজকাল কাশিটা ভীষন বেড়েছে
এতকাল পর আবার কয়েক মিনিট দেখা
তুমি আজ অন্যের
আমি কিন্তু সেই একাই-একা।।

ভাইবোনের বিশ্বকাপ

ব্রাজিল যেদিন হারল সেদিন কী যে আমি লাফিয়েছিলাম
লাফের তোড়ে কাঁপল বাড়ি দুনিয়াটাকেই কাঁপিয়েছিলাম

ভাইয়া তখন চুপ।
সে দৃশ্যটা কী যে অপরূপ!

ভাইয়া যেন তপ্ত বালি মুখে শুধুই খই ফোটে-
২ এর চেয়ে ৫ বড় না? যুক্তি তর্ক বৈঠকে
তার সাথে কে পারবে বলো, বিশ্ব নখদর্পণেই!
চূর্ণ হলো দর্প সেই।
হল্যান্ড থেকে আলু আসে এবার এলো `গোউলআলু
ব্রাজিল খেলো দুইটা মোটে, কার্ডও খেলো লাল শালু!

এরপরেও কি কইবে কথা ভাইয়া!
‌‌‌আর্জেন্টিনা, সে আবার কী! খ্যাত্ নাকি তুই, গাঁইয়া?

প্লেনের টিকেট কাটা হলো ব্রাজিল ফেরে বাড়িতে
এবার খই ফুটছে আমার মুখের তপ্ত হাড়িতে
ভাইয়া কথা কয় না মোটেও, শরণ খোঁজে আড়িতে।

মেসি আছেন ম্যারাডোনা, বিশ্বকাপটা আমাদের।
বাবা বলেন, নাম ছিল খুব, বল জাদুকর সামাদের।
আমি বলি, আব্বা তুমি রয়ে গেলে মান্ধাতায়,
মেসি তেভেজ এগিয়ে যাবে তাদের কি আর বান্ধা যায়?

ভাইয়া খুবই ভাব দেখাচ্ছে খাওয়া-দাওয়া বন্ধ তার,
সারাটি ক্ষণ শুয়ে থাকে ঘরটা রাখে অন্ধকার।
গাত্রোত্থান যেই করেছে হাত রাখি তার বালিশে
তুলোর বদল পানি ভরা, চোখ করেছে খালি সে!
হাসতে হাসতে আবার লাফাই,
পথ হারিয়ে কোন বনে যাই!
যাই বা না যাই আমরা কি আর হার মানি!
সামনে আসুক ব্রাজিল কিংবা জার্মানি!

জার্মানদের কাছেই শেষে হার মেনেছে নীল সাদা!
এক হালি গোল! কম মোটে নয়! চোখের জল কি যায় বাঁধা!

আমি যখন কাঁদছি তখন ভাইয়া বলেন, কাছে আয়,
আমার মাথায় হাতটি রাখেন, আর কি নীরব থাকা যায়!

জড়িয়ে তাকে কাঁদতে থাকি, ভাইয়া জানান সান্ত্বনা!
আব্বা বলেন, শুনছ ও গো, বললে আগে মানত না,

খেলা মানে জয়-পরাজয় এটাই খেলার সুশিক্ষা!,
পরাজয়টাও মানতে হবে, জীবনজোড়া পরীক্ষা!

মেসির সাথে মিশবে কাকা রিয়েল-বার্সালোনায়।
আমরা কেন ঝগড়া করি, আপন গৃহের কোনায়?
বিশ্বকাপের বিশ্বমেলা ভালোবাসার বার্তা দিক-
ভালোবাসলে কষ্ট বাড়ে, ত্যাগের কথাও প্রাসঙ্গিক!
দুজনেরই চোখের পানি মুছে শেষে এবার তাই,
খেলা মানে খেলাই শুধু, মেনে নিলাম এ বার্তাই।

আনিসুল হক
সূত্র: গোল্লাছুট বিভাগ, দৈনিক প্রথম আলো

মেঘলা আকাশ, মেঘলা আধার

মেঘলা আকাশ, মেঘলা আধার
মেঘলা যেড় তালে

ছুটিছ একা আমি
কোন এক অজানা দিগন্তে
পথ হারিয়ে বাঁশের সাকু
বাতাসেতে দোলে
লন্টন হাতে ডাকছে আমায়
ভাংগা কুড়ে ঘর হতে
গেলাম সেথায়, বলল আমায়
যাচ্ছ কোথায়?
ঐ আধারে কোন দিগন্তে?? 

শামীম আহমেদ বাবলু
Related Posts with Thumbnails